পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ দায়ুদের গীত । [২৭ গীত। ভাবে আচরণ করি, অামাকে নিস্তার কর, ও অামার প্রতি সদয় হও । আমি সরল স্থানে পাদবিক্ষেপ ১২ করিব, ও মণ্ডলীগণের মধ্যে পরমেশ্বরের প্রশণNসা করিব । ২৭ গীত । ১ পরমেশ্বরের প্রতি দাযুদের প্রত্যাশা, ৪ ও প্রেম, ৭ ও প্রার্থনা ৷ দায়ুদের গীত। পরমেশ্বর অামার দীপ্তি ও পরিত্রাণস্বরূপ, আমি কাহাকে ভয় করিব ? পরমেশ্বর অামার জীবনের বল, অামি কাহাহইতে ত্ৰাসযুক্ত হইব ? দুস্ট লোকেরা যখন আমার বিপক্ষ ও শত্ৰু হইয়া আমার মাসে ভোজন করিতে উদ্যত হইল, তখন তাহারাই টলিয়া পড়িল। যদ্যপি সৈন্যগণ আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে, তথাপি আমার মন ভীত হইবে না ; যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধের স°Nঘটন হয়, তথাপি আমি তখন উৎসাহ করিব | পরমেশ্বরের কাছে আমি এই একটি বর প্রার্থনা করি, এবণ পাইতে চেষ্টাও করি, যেন যাবজ্জীবন পরমেশ্বরের মন্দিরে বাস করিয়া পরমেশ্বরের সৌন্দর্য্য দর্শন করিতে ও র্তাহার প্রাসাদের আলোচনা করিতে পারি। কেননা বিপদকালে তিনি অ্যাপন কুটীরে অামাকে গুপ্ত করবেন, ও অাপন তাম্বর গুপ্তস্থানে আমাকে লুক্কায়িত করবেন, ও পৰ্ব্বতের উপরে আমাকে উঠাইয়। রাথিবেন। তাহাতে চতুৰ্দ্দিকুস্থিত তাবৎ শত্ৰুহইতে আমার মস্তক উন্নত হইবে ; এব°N আমি তাহার তাম্বুতে থাকিয় উল্লাসার্থক বলিদান করিব, এবণ পরমেশ্বরের প্রশণNসার্থে গান ও বাদ্য করিব । 32