পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8 দায়ুদের গীত । [২৯ গীত । গৰ্ভস্থ লোকের তুল্য হইব। তোমার নিকটে আমার প্রার্থনাকালে ও তোমার পবিত্র বাক্যস্থানের দিগে আমার কৃতাঞ্জলি হওন সময়ে আমার বিনতির কথা শ্রবণ করিও। দুজনদের ও দুষ্কৰ্ম্মকারি লোকদের সঙ্গে অামাকে সম্পহার করিও না ; তাহারা প্রতিবাসির সহিত শান্তির কথা কহে, কিন্তু অন্তঃকরণে কুচিন্তা করে। অতএব তাহাদের যেমন ক্রিয় ও চরিত্রের দুষ্টতা, তদনুসারে তাহাদিগকে ফল দেও। তাহাদের হস্তকৃত কৰ্ম্মানুসারে ফল দেও ; তাহাদিগকে সমুচিত প্রতিফল দেও। তাহারা পরমেশ্বরের ক্রিয় ও র্তাহার হস্তের কৰ্ম্ম সকল বিবেচনা করে না, এই জন্যে তিনি যে তাহাদিগকে গাথিবেন, তাহ দূরে থাকুক, বরণ উৎপাটন করবেন। ধন্য পরমেশ্বর, কেননা তিনি, অামার বিনতির বাক্য শুনিলেন। পরমেশ্বর অামার বল ও ঢালস্বরূপ, আমার মন র্তাহাতে নির্ভর করাতে আমি উপকার পাইলাম ; এই জন্যে আমার অন্তঃকরণ উল্লাসিত হয়, ও আমি গীতদ্বারা তাহার প্রশ৭সা করি। হে পরমেশ্বর, তুমি আপনার লোকদের বলস্বরূপ, ও অাপন অভিষিক্তের ত্রাণকারি আশ্রয়স্বরূপ। আপন প্রজাদিগকে পরিত্রাণ কর, ও নিজ অধিকারকে আশীৰ্ব্বাদ কর, এবং সৰ্ব্বদা তাহাদিগকে প্রতিপালন করিয়া উচ্চপদাম্বিত কর । ২৯ গীত। ঈশ্বরের গুণানুবাদ করণ। দাযুদের ধর্মগীত। হে ঈশ্বরীয় বণশ সকল, তোমরা পরমেশ্বরের ও র্তা 34 R