বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩০ গীত ।] দায়ুদের গীত। ○○。 ২ হার মহিমার ও পরাক্রমের প্রশ৭সা কর। এব^ তাহার নামের মহিমা প্রকাশ কর, ও পবিত্র শোভাতে ৩ তাহার ভজনা কর। জলনিধির উপরে পরমেশ্বরের রব শুনা যাইতেছে। মহামহিম ঈশ্বর গজ্জন করিতে৪ ছেন ; পরমেশ্বর জলরাশির উপরে থাকেন। পরমেশ্বরের রব বলযুক্ত, ও পরমেশ্বরের রব মহিমান্বিত। ৫ পরমেশ্বরের রব এরস বৃক্ষগণকে ভগ্ন করে, ও পরমেশু শ্বর লিবানোনের এরস বৃক্ষগণকে ভগ্ন করেন ; এব^ গোবৎসের ন্যায় তাহাদিগকে এব°N গণ্ডারশাবকের ৭ ন্যায় লিবানোন ও শিরিয়োনকে লম্ফ করান। পরমে৮ শ্বরের রব অগ্নিশিখাকে দ্বিধা করে | পরমেশ্বরের রব প্রান্তরকে কল্পবান করে, পরমেশ্বর কাদেশের প্রান্তরকে ১ কল্পবান করেন। পরমেশ্বরের রব হরিণীদিগকে প্রসব করায়, ও বনসমূহকে পল্লবহীন করে । তাহার মন্দিরস্থ ১০ সকলই তাহার মহিমা প্রচার করে। জলপ্লাবনে পরমেশ্বর সি^হাসনারূঢ় ছিলেন ; পরমেশ্বর সৰ্ব্বদা রাজ১১ বৎ উপবিষ্ট থাকিবেন। পরমেশ্বর আপন প্রজাদিগকে বল দিবেন, পরমেশ্বর প্রজাদিগকে কুশলের আশীস্বাদ করবেন। ৩০ গীত । ১ বিপদহইতে নিস্তারের নিমিত্তে ধন্যবাদ করণ, ৪ ও অনুগ্রহ প্রাপ্তির নিমিত্তে ঈশ্বরের কাছে ধন্যবাদ ও প্রার্থ না । গৃহপ্রতিষ্ঠাসময়ে দায়ুদের কৃত গানার্থক ধর্মগীত। ১ হে পরমেশ্বর, অামি তোমাকে শ্রেষ্ঠ করিয়া মান্য করি, কেননা তুমি আমাকে উদ্ধার করিলা, আমার শত্ৰু২ গণকে আমার বিরুদ্ধে আনন্দ করিতে দিলা না। হে অামার প্রভো পরমেশ্বর, অামি তোমার কাছে প্রা 35