বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শু১ গীত।] দাযুদের গীত। H 4 ৩১ গীত । উপকারার্থে পরমেশ্বরের কাছে প্রার্থনা, ১৪ ও অনুগ্রহের নিমিত্তে প্রশ৭সা । প্রধান বাদ্যকরকে দাতব্য দাযুদের ধর্মগীত । ১ হে পরমেশ্বর, অামি তোমার শরণাগত, অতএব আমাকে কথন লজ্জিত হইতে দিও না ; তুমি নিজ ধৰ্ম্ম২ গুণে আমাকে রক্ষা কর । আগমণর নিবেদনেতে কর্ণপাত করিয়া ত্রায় অামাকে উদ্ধার কর ; ও অামার ৩ আশ্রয় পৰ্ব্বতস্বরূপ ও রক্ষার্থক দুর্গস্বরূপ হও । তুমিই আমার পর্বত ও দুর্গস্বরূপ ; অতএব আপন নামের ৪ গুণে আগমণকে গমন করাই য়ণ লইয়া যাও । এবণN অণমাকে বদ্ধ করিতে লোকের গোপনে যে জাল পাতিয়াছে, তাহাহইতে রক্ষণ কর ; তুমিই আমার আশ্রয়। ৫ তোমার হস্তে আমি আপন আত্মণকে সমৰ্পণ করি ; হে সত্যময় প্রভো পরমেশ্বর, তুমি আমার মুক্তিদাত । শু যাহারা আসার মিথ্যাবস্তু মানে, তাহাদিগকে ঘৃণা করি৭ য়। আমি পরমেশ্বরেতে নির্ভর রাথি । আমি তোমার দয়াতে আনন্দ ও উল্লাস করি, কেননা তুমি আমার দুঃখ দেথিয়াছ, ও দুর্দশাতে আমার প্রাণের তত্ত্বাবধারণ ৮ করিয়াছ, এব^ শত্ৰুগণের হস্তে আমাকে সমপণ না ১ করিয়া প্রশস্ত স্থানে আমার চরণ রণথিয়াছ । হে পরমেশ্বর, আমার প্রতি দয়া কর, আমি বিপদগ্ৰস্ত হইলাম ; আমার নয়ন ও প্রাণ ও উদর কাতর তাতে ১০ শীর্ণ হইল। শোকেতে আমার জীবৎকাল ও খেদেতে অামার বয়স গেল ; অপরাধদ্বারা অামার বল ক্ৰীণ ১১ ও অস্থি সকল বিশীর্ণ হইল। আমি বৈরিগণের মধ্যে, বিশেষতঃ প্রতিবাসি লোকের মধ্যে নিদাল্পদ ও পারচিত লোকের কাছে ভয়ঙ্কর হইলাম ; লোকের পথের 邱。T。8。 觅 37