বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○b〜 দাস্থদের গীত । [৩১ গীত । মধ্যে আমাকে দেখিলে পলায়ন করে । আমি মৃত ১২ ব্যক্তির ন্যায় বিস্মৃত, ও নষ্টকল্প পাত্রের সদৃশ হইলাম। অনেকের মুখে আমার নিন্দ শুনিতেছি, ও চতুৰ্দ্দিগে ১৩ ভয় আছে, কেনন। তাহারা অামার বিরুদ্ধে পরামর্শ করিয়ণ অামার প্রাণ নষ্ট করিতে মন্ত্রণা করিতেছে । হে পরমেশ্বর, অামি তোমার শরণাগত, “ তুমি আ- ১৪ মার ঈশ্বর, এ কথা কহিতেছি । অামার তাবৎ সময় ১৫ তোমার হস্তগত ; তুমি শত্ৰুগণ ও তাড়নাকারিদের হস্তহইতে অামাকে উদ্ধার কর। নিজ দাসের প্রতি প্রসন্ন- ১৬ বদন হও, এব° তোমার দয়াতে অামাকে ত্ৰাণ কর । হে পরমেশ্বর, অামি তোমার কাছে প্রার্থনা করি, ১৭ আমাকে লজ্জিত হইতে দিও না; কিন্তু দুষ্টগণ লজ্জিত হউক, ও পরলোকে নীরব হইয়া থাকুক। এবণ যা- ১৮ হণদের ওষ্ঠাধর মিথ্যা কথা কহে, এবণ ধাৰ্ম্মিক মনুষ্যের বিরুদ্ধে অহঙ্কারে ও অবজ্ঞাতে দপকথা কহে, তাছারাও মূক হউক। আহ, তোমার ভয়কারিদের জন্যে ১৯ সঞ্চিত, ও মনুষ্যসন্তানদের সাক্ষাতে তোমার শরণাগত লোকদের প্রতি প্রকাশিত তোমার যে কৃপানিধি, সে কেমন বড় ! তুমি মনুষ্যদের কুমন্ত্রণাহইতে তাহাদিগকে ২০ আপন ভ্রমুখের আশ্রয়ে গোপনে রাখিবা, এবং জিস্থার দূৰ্ব্বাক্যহইতে তাহাদিগকে কুটারমধ্যে লুক্কায়িত রাগিব । ধন্য পরমেশ্বর, কেনন। তিনি দৃঢ় নগরে আ- ২১ মণর প্রতি অাশ্চর্য্য দয়া করিলেন । * অামি তোমার ২২ দৃষ্টিগোচরহইতে বহিস্কৃত, এই কথা হঠাৎ বলিয়াছিলাম , কিন্তু তোমাকে আহ্বান করিলে তুমি আমার বিনতির রব শ্রবণ করিলা । হে পরমেশ্বরের পূণ্যবান ২৩ লোক সকল, তোমরা তাহাকে প্রেম কর ; পরমেশ্বর বিশ্বাস্ত লোকদের রক্ষণকৰ্ত্তা, কিন্তু গৰ্ব্বাচারিদের বাহুল্য 38