৩৫ গীত।] দায়ুদের গীত। 8 ○ রোক্তি করিলে পরমেশ্বর তাহ শুনেন, ও সকল বিপদ১৮ হইতে তাহাদিগকে উদ্ধার করেন। পরমেশ্বর ভগ্নান্তঃকরণ লোকদের নিকটবত্তী; তিনি ক্ষুণ্ণমন লোক১৯ দের পরিত্রাণ করেন । ধাৰ্ম্মিক লোকের অনেক ক্লেশ ঘটে, কিন্তু পরমেশ্বর সেই সকল হইতে তাহাকে উদ্ধার ২০ করেন। তিনি তাহার তাবৎ অস্থি রক্ষা করেন, এক২১ টাও ভগ্ন হয় না। বিপদ দুষ্ট লোককে বিনষ্ট করে ; যাহারণ ধাৰ্ম্মিকদিগকে ঘৃণা করে, তাহারা দণ্ডনীয় হয়। ২২ পরমেশ্বর আপন দাসগণের প্রাণকে মুক্ত করেন ; র্তা হার শরণাগত সকলে কদাচ দণ্ডনীয় হয় না। ৩৫ গীত । ১ শত্ৰু দমনের নিমিত্তে প্রার্থনা, ১৭ ও আপনার রক্ষার নিমিত্তে ঈশ্বরের কাছে প্রার্থনা । দায়ূদের গীত । ১ হে পরমেশ্বর, তুমি আমার বিবাদিগণের সহিত বিবাদ কর, ও অামার প্রতিপক্ষ যোদ্ধার সহিত যুদ্ধ কর। ২ ঢাল ও ফলক লইয়া অামার উপকারের নিমিন্তে গা৩ ত্রোথান কর ; এব°N বড়শী ধরিয়া অামার তাড়নাকারিদের পথ রোধ কর ; ও ‘ আমি তোমার ত্রাণ৪ কৰ্ত্তা, এ কথা আমার প্রাণকে বল। যাহারণ আমার প্রাণের বিনাশ চেষ্টা করে, তাহারণ লজ্জিত ও কুণ্ঠিত হউক ; এব°N আমার অমঙ্গল চিন্তাকারিগণ ও পরাখুথ ও বিবর্ণ হউক । তাহার। বায়ুচালিত তুষের ন্যায় হউক; পরমেশ্বরের দূত তাহাদিগকে ছিন্নও ভিন্ন করুক। তাহীদের পথ অন্ধকারময় ও পিচ্ছিল হউক ; পরমেশ্বরের দূত তাহাদিগকে তাড়ন করুক। ৭ কেননা তাহারা আমার নিমিত্তে অকারণে গর্তের মধ্যে 43
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/৪৯
অবয়ব