বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬ গীত।] দায়ূদের গীত। 8 & এবণ যাহারণ অকারণে আমাকে ঘৃণা করে, তাহা২০ দিগকে আমার প্রতি ভ্রুকুট করিতে দিও না। তাহারা . হিতের কথা কিছুই কহে না, কেবল দেশস্থ শান্তগ২১ ণের বিরুদ্ধে প্রবঞ্চনার কথা কল্পনা করে। তাহারণ আমার বিরুদ্ধে আপন ২ মুখ ব্যাদান করিয়া বলে, ২২ ° আহণ ২, আমাদের চক্ষু দেখিতেছে!’ হে পরমেশ্বর, তমিও তাহা দেখিতেছ, নীরব থাকিও না ; হে প্রভো, ২৩ আমাহইতে দূরবত্তী হইও না। হে আমার ঈশ্বর, হে আমার প্রভো, জাগ্রৎ হইয়া আমার বিবাদের বিচার ২৪ করিতে গাত্রোথান কর । হে অামার প্রভো পরমেশ্বর, ২৫ তোমার ন্যায়ানুসারে আমার বিচার কর। তাহাদিগকে আমার বিরুদ্ধে আনন্দিত হইতে দিও না, এব^ * এই আমাদের অভিলষিত,’ ও ‘ আমরা তাহাকে গ্রাস করিলাম, মনে ২ এ কথা তাহাদিগকে কহিতে দিও ২৬ না। যাহারা অামার বিপদ দেখিয়া আনন্দিত হয়, তাহার এক কালে লজ্জিত ও বিবর্ণ হউক ; এব^ যাহারা আমার বিরুদ্ধে আত্মশ্লাঘা করে, তাহারণ ২৭ লজ্জাতে ও অপযশেতে আচ্ছন্ন হউক। কিন্তু যাহার আমার ধৰ্ম্ম বিষয়ে সন্তুষ্ট, তাহারা আনন্দিত ও উল্লাসিত হউক ; আর " যিনি নিজ দাসের কল্যাণে সন্তুস্ট হন, সেই পরমেশ্বর মহামহিমান্বিত হউন, এ কথা ২৮ তাহার। সৰ্ব্বদা কহুক। তাহাতে আমার জিহ্ব সমস্ত দিন তোমার ধৰ্ম্ম ও প্রশ৭সা প্রকাশ করিবে। ৩৬ গীত । ১ মানুষের দুষ্টতা, ৫ ও পরমেশ্বরের ভদ্রতার বর্ণনা। প্রধান বাদ্যকর কে দাতব্য পরমেশ্বরের দাস দায়ূদের গীত। ১ দুষ্ট লোকের অধৰ্ম্ম বিষয়ে আমার অন্তঃকরণের মধ্যে 43