বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@文 দায়ুদের গীত । [s • গীত । নিমিন্তে ব্যস্ত থাকে ; সে ধন সঞ্চয় করে, কিন্তু কে তাহ ভোগ করিবে তাহ জানে না। হে প্রভো, সন্তুতি আমি কাহার অপেক্ষা করি ? তোমাতেই আমার প্রত্যাশা অাছে। অামার সমস্ত অপরাধহইতে অামাকে নিস্তার কর, অজ্ঞান লোকের নিন্দাল্পদ হইতে দিও না। এ তোমার কৰ্ম্ম, এই কারণ আমি নীরব হইলাম, একটি কথাও কহিব না। অামাহইতে আপন দণ্ড দূর কর, তোমার করাঘাতে আমি ক্ষীণ হইতেছি। তুমি যখন অপরাধ প্রযুক্ত কোন মনুষ্যকে ভৎসনা করিয়া শাস্তি দেও, তৎকালে কীটের ন্যায় তাহার সৌন্দর্য্যের নাশ কর ; প্রত্যেক মনুষ্য অসার মাত্র। সেল | হে পরমেশ্বর, অামার প্রার্থন শুন, ও অামার কাতরোক্তিতে কৰ্ণ দেও, অামার অশ্রুপণত দেখিয়া নীরব হইও না ; কেননা তোমার নিকটে আমি অতিথি ও আমার তাবৎ পূৰ্ব্বপুরুষের ন্যায় প্রবাসী আছি। অামাকে ছাড়, এব°N অামার যাত্রা করণের ও অন্তহিত হওনের পূৰ্ব্বে আমাকে সান্তুনা পাইতে দেও। ৪০ গীত । ১ ঈশ্বরের দয়ার বর্ণনা, ৬ ও খ্রীষ্টের পুণ্যের বাক্য, ১৩ ও প্রার্থনা ! প্রধান বাদ্যকরকে দাতব্য দাযুদের ধর্মগীত। অামি পরমেশ্বরের অপেক্ষায় থাকাতে তিনি তামার প্রতি মনোযোগ করিয়া অামার প্রার্থনা শুনিলেন ; এবণ ভয়ানক গৰ্ত্ত ও পঙ্কের ইদহইতে আমাকে তুলিলেন, ও শৈলের উপরে আমার চরণ রাথিয় গতিশক্তি দিলেন ; এবং এক নূতন গীত, অর্থাৎ আমাদের ঈশ্বরের স্তৰ আমার মুখে দিলেন ; ইহা 52 -> > 9

  • *

> R

  • -o