পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২ গীত। ] দায়ুদের গীত । G (R রূপ দুর্বাক্য কহে, সে কৰে মরিবে ? ও কত দিনে শু তাহার নাম লুপ্ত হইবে ? সে যদি আমাকে দেখিতে আইসে, তবে মিথ্যা কহিতে ২ মনের মধ্যে দুষ্টতা সঞ্চয় করে, পরে বাহিরে গিয়া তাহ প্রকাশ করে। ৭ আমার ঘূণাকারিগণ পরল্পর কাণাকাণি করিয়া আ৮ মার বিরুদ্ধে সৰ্ব্বদা এমত মন্দ চিন্ত করে, দুষ্টতার ফল তাহাতে ফলিতেছে, সে শয্যাগত হইল, পুন৯ বর্ষার উঠিতে পারিবে না। অামার যে সুহৃৎ, অামার বিশ্বাসপাত্র ছিল, ও অামার রুটী আহার করিত, সেও আমার বিরুদ্ধে পাদমূল উঠায়। ১০ হে পরমেশ্বর, তুমি দয়া করিয়া অামাকে উত্থাপন ১১ কর, অামি তাহাদিগকে ইহার প্রতিফল দিব। অামার শত্ৰু জয় করে নাই, ইহাতে আমি জানি, তুমি আমাতে ১২ সন্তুষ্ট আছে। তুমি আমার সারল্যে আগমণকে রক্ষা করিবা, ও সৰ্ব্বদা আপন সাক্ষাতে আমাকে স্থান দিব। ১৩ ইসুয়েলের প্রভু পরমেশ্বর আদ্যোপান্ত পৰ্য্যন্ত ধন্য হউন। আমেন, আমেন। ৪২ গীত । ১ পরমেশ্বরের মন্দির হইতে দূর হওয়াতে দায়ুদের দুঃখ, ৩ ও তাঁহার কাছে ফিরিতে তাহার ইচ্ছ। প্রধান বাদ্যকরকে দাতব্য কোরহীয় বংশের উপদেশগীত। ১ হরিণ যেমন জলসোতের আকাডু করে, হে ঈশ্বর, আমার প্রাণ তন্দ্রপ তোমার আকাডু করিতেছে। ২ ঈশ্বরের নিমিত্তে, অর্থাৎ অমর ঈশ্বরের কারণ আমার প্রাণ তৃষ্ণাৰ্ত্ত হইতেছে ; আমি কখন আসিয়া ঈশ্বরের ৩ সাক্ষাতে উপস্থিত হইব ? লোকেরা সৰ্ব্বদা আমাকে 55