বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৬ গীত।] দাদের গীত । ○ > 为Q

  • So

> R আনীত হইবে, ও তাহার পশ্চাদ্বর্তিী সহচরী কুমারীর তোমার নিকটে অানীত হইবে । তাহারণ অানন্দে ও উল্লাসে অানীত হইয়ণ রাজমন্দিরে প্রবেশ করবে। তোমার পিতৃগণ গত হইলে তোমার সন্তানেরা থাকিবে ; তুমি তাহাদিগকে তাবৎ পৃথিবীর অধ্যক্ষপদে নিযুক্ত করিব । আমি তোমার নাম পুরুষ পরম্নরায় স্মরণ করাইব ; তাহাতে লোকেরা নিরন্তর তোমার প্রশ৭Nসা করবে । ৪ ৬ গীত । জয়ের নিমিত্তে দায়ুদের পরমেশ্বরের ধন্যবাদ করণ। প্রধান বাদ্য করকে দাতব্য অলামোৎ নামে স্বরযুক্ত কোর হীয় ব^শের গীত । ঈশ্বর আমাদের আশ্রয় ও বলস্বরূপ, তিনি বিপদকালে অতি নিকটবর্তি উপকারিরূপে পরিচিত হন । অতএব পৃথিবী যদ্যপি টলে ও পৰ্ব্বতগণ সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হয় ; এব০ তাহার তরঙ্গ ঘোর গর্জন করিয়া বেগে চলে, ও তাহার আস্ফালনে পৰ্ব্বতগণ কল্পিত হয়, তথাপি আমরা ভয় করিব না । সেল | এক নদী অাছে, তাহার প্রবাহদ্বারা ঈশ্বরের নগর ও সৰ্ব্বোপরিস্থের বাসস্থানরূপ ধৰ্ম্মধাম আনন্দিত হয়। ঈশ্বর তাহার মধ্যে থাকেন; সে কথন বিচলিত হইবে না ; ঈশ্বর অতি প্রত্যুষে তাহার উপকার করবেন। অন্যজাতীয়ের কলরব করিবে, ও রাজ্য সকল বিচলিত হইবে ; তিনি আপন রব শুনাইবামাত্র পৃথিবী গলিয়া ৭ যাইবে । সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর অামাদের সঙ্গী, ও ঘা কুবের ঈশ্বর আমাদের উচ্চদুৰ্গস্বরূপ। সেল। আইস, তামরা পরমেশ্বরের কৰ্ম্ম দেখি, তিনি পৃথিবীতে কি B. T. S. G 61