পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৮ গীত ।] দায়ূদের গীত। ○○ ৪৮ গীত । মণ্ডলীর গৌরব ও সুখ। কোরহীয় বংশের ধর্মগীত । ১ আমাদের ঈশ্বরের নগর মধ্যে র্তাহার পবিত্ৰ পৰ্ব্বতে ২ পরমেশ্বর মহান ও অতি প্রশ^সনীয়। উত্তরদিগে স্থিত যে সিয়োন পৰ্ব্বত মহারাজের রাজধানী আছে, সে উচ্চতা প্রযুক্ত অতি রমণীয় ও তাবৎ পৃথিবীর ৩ আনন্দজনক । তাহার অট্টালিকার মধ্যে ঈশ্বর উচ্চ৪ দুৰ্গরূপে জ্ঞাত আছেন। ঐ দেখ, রাজগণ সভাস্থ ৫ হইয়া একেবারে লুপ্ত হইল। তাহারা তাহ দেখিবামাত্র স্তব্ধ হইল, এবণ উদ্বিগ্ন হইয়া ত্বরায় পলায়ন ১ করিল। ঐ স্থানে তাহার কল্পান্বিত ও প্ৰসূতীর ন্যায় বেদনাগ্রস্ত হইল । তুমি পূৰ্ব্বীয় বায়ুদ্বারা তশীশের ৮ জাহাজ ভগ্ন করিয়া থাক । আমরা যাহা শুনিয়াছিলাম, তাহ সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের নগরে অর্থাৎ অামাদের ঈশ্বরের নগরে দেখিয়াছি ; ঈশ্বর সৰ্ব্বদ ৯ তাহ সুস্থির করিয়া রাথিবেন । সেলা । হে ঈশ্বর, আমরা তোমার মন্দিরের মধ্যে তোমার দয়া মনে ১০ চিন্তা করিতেছি । হে ঈশ্বর, তোমার যেমন নাম, পৃথিবীর প্রান্তভাগ পৰ্য্যন্ত তোমার প্রশ°Nসাও তদ্রুপ ; ১১ তোমার দক্ষিণ হস্ত ধৰ্ম্মেতে পরিপূর্ণ। তোমার বিচারাজ্ঞা প্রযুক্ত সিয়োন পৰ্ব্বত আনন্দে প্রফুল্ল হয়, ও ১২ যিহুদার পুরী সকল উল্লাসিত হয় । তোমরা সিয়োনকে প্রদক্ষিণ কর, ও তাহার চতুদিগে ভুমণ করিয়া ১৩ তাহার দুর্গ গণনা কর। ও তাহার দৃঢ় প্রচারে মনোযোগ কর, ও তাহার অট্টালিকা সন্দর্শন কর ; তাহাতে তোমরা ভাবি বণশকে তাহার বর্ণনা কহিতে G 2 63