পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ 8 দায়ুদের গীত । [৪৯ গীত । পারিবণ ; কেননা এই ঈশ্বর সর্বদা আমাদের ঈশ্বর ১৪ হইবেন, তিনি মৃত্যুকাল পর্য্যন্ত আমাদের পথদর্শক হইবেন । ৪ ১ গীত । ধনের ও মানুষের অসারতা। প্রধান বাদ্যকরকে দাতব্য কোরহীয় ব^শের ধর্মগীত । হে সমস্ত লোক, তোমরা শ্রবণ কর ; হে জগন্নিবাসি- ১ গণ, তোমরা মহান কি ক্ষুদ্র, ও ধনবান কি দরিদ্র, যে হও, আমার কথাতে সকলে মনোযোগ কর । অামি ৩ মুথদ্বারা জ্ঞানের কথা কহিব, ও মনেতে বুদ্ধির কথা চিন্তা করিব, ও কর্ণেতে দৃষ্টান্তকথা শ্রবণ করিব, এব^ ৪ বীণাঘন্ত্রে আপনার মৰ্ম্মকথা গান করিব। প্রবঞ্চনাকারির দুষ্টতা আমাকে ঘেরিলে আমি কেন বিপদসময়ে ভয় করিব ? যাহারা আপন ২ ধনেতেই নির্ভর রাখে, ৬ ও সমুক্তির বাহুল্য প্রযুক্ত শ্লাঘা করে, তাহাদের মধ্যে ৭ কেই আপন ভুলতাকে মুক্ত করিতে পারে না ; এবণ সে ৮ যেন নিত্যজীবী হইয়া মৃত্যুগ্রস্ত না হয়, তন্নিমিত্তে ঈশ্বরকে তাহার মূল্য দিতেও পারে না ; কেননা প্রাণকে ৯ যে মুক্ত করা, সে অমূল্য ও সৰ্ব্বদা অসাধ্য হয়। সে মৃ- ১৭ তু্যগ্রস্ত হইবে, কেননা জ্ঞানবান লোকেরা যেমন মরে, তন্দ্রপ অজ্ঞান ও পশুবৎ লোক বিনষ্ট হয়, ও অন্যদের হস্তে ধন ত্যাগ করে । তাহদের বাটী চিরকাল ও ১১ গৃহ পুরুষানুক্রমে থাকিবে, এব^ তাহদের ভূমি সকল তাহাদের নামে বিখ্যাত থাকিবে, ইহা তাহণদের মনের অভিপ্রায়। তথাপি মানুষ সম্ভান্ত হইয় থাকে না, কিন্তু ১২ পশুর সদৃশ হইয়ণ নষ্ট হয়। তাহাদের এই গতি তাহা- ১৩ দের অজ্ঞানতার ফল, তথাপি তাহাদের পরে অন্যেরা 64