৫২ গীত ।] দায়দের গীত। Sు :) ৫ ২ গীত । দোয়েগের দোষ ও বিনাশের কথা । প্রধান বাদ্যকরকে দাতব্য দায়ুদের উপদেশগীত। যে সময়ে ইদোমীয় দোয়েগ উপস্থিত হইয়া ‘দাযুদ অহীমেলকের গৃহে প্রবেশ করিয়াছিল, এই সমাচার শৌলকে দিল, তৎকালের গীত । ১ হে বলবান মনুষ্য, তুমি কুক্রিয়াতে কেন আত্মশ্লাঘা ২ করিতেছ? ঈশ্বরের অনুগ্রহ নিত্যস্থায়ী। তোমার জিহ্ব তীক্ষ্ণ ক্ষুরের ন্যায় থলতা করিয়া ক্ষতি করিতেছে। ৩ তুমি সৎক্রিয়া অপেক্ষা কুক্রিয়াকে, এবণ সত্য কথা ৪ অপেক্ষণ মিথ্যাকথাকে ভাল বাস। সেলা । হে প্রব৫ ধ4ক জিত্বে, তুমি সৰ্ব্বনাশক বাক্যই ভাল বাস । এই জন্যে ঈশ্বর তোমাকে সৰ্ব্বতোভাবে বিনষ্ট করিবেন ও তোমাকে উচ্ছিন্ন করিবেন, এবণ আলয়হইতে দূর করিবেন, ও জীবৎ লোকদের দেশহইতে উৎপাটন শু করিবেন। সেলা । তাহ দেখিয়া ধাৰ্ম্মিকের ভীত হইবে, ৭ এব^ তোমার প্রতি উপহাস করিয়া কহিবে, “ ঐ দেখ, ঐ ব্যক্তি ঈশ্বরকে আপনার আশ্রয়স্বরূপ না করিয়া আপন প্রচুর ধনে প্রত্যাশা করিয়া দুষ্টতাতে সাহস ৮ র্বাধিত। কিন্তু আমি ঈশ্বরের মন্দিরে স্থিত সতেজ জিতবৃক্ষস্বরূপ ; আমি সদা সৰ্ব্বক্ষণে ঈশ্বরের অনুগ্রহে প্র৯ ত্যাশা করিব। তুমি কর্তব্য সাধন করিয়াছ, অতএব আমি সৰ্ব্বদা তোমার প্রশ৭সা করিব ; ও তোমার নামে প্রত্যাশা রাখিব, কেননা তোমার পূণ্যবানদের দৃষ্টিতে তাহাই উত্তম। 69
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/৭৫
অবয়ব