পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“) о দায়ুদের গীত। [৫৩,৫৪ গীত। ৫৩ গীত । পাপি লোকদের দৃষ্টতা ও ভাবি দুঃখ । প্রধান বাদ্যকরকে দাতব্য মহলৎ নামক স্বরযুক্ত দায়ুদের উপদেশগীত।

  • ঈশ্বর নাই, অজ্ঞান লোক মনে ২ এমত কহে ; তাহার। দুস্ট ও ঘৃণ্য কৰ্ম্মকারী, সৎকৰ্ম্ম কেহই করে না। জ্ঞানী ২ ও ঈশ্বরের তত্ত্ব চেষ্টাকারী কেহ আছে কি না, ইহা জানিবার জন্যে ঈশ্বর স্বৰ্গহইতে মনুষ্যসন্তানদের প্রতি নিরীক্ষণ করিয়া থাকেন। সকলে নিতান্ত বিপথগামী ৩ ও দুষ্কৰ্ম্মকারী ; সৎকৰ্ম্ম কেহই করে না, এক জনও না। এই কুকৰ্ম্মকারদের কি কিছুই জ্ঞান নাই ? তা- ৪ হারা অন্নের ন্যায় আমার লোককে গ্রাস করে, ও ঈশ্বরের কাছে প্রার্থনা করে না। ঐ নির্ভয় স্থানে তা- ৭ হার বড় ভয় পাইবে ; কেননা ঈশ্বর তোমার সহিত যুদ্ধকারি লোকদের অস্থি চারি দিগে নিক্ষেপ করিবেন, এবণ ঈশ্বর তাহাদিগকে নিগ্রহ করাতে তুমি তাহাদিগকে লজ্জা দিবা । আহা, সিয়োন হইতে ইসুয়েলের ৬ পরিত্রাণ হউক ; তাহাতে ঈশ্বর আপন লোকদিগকে দাসত্বহইতে মুক্ত করলে যাকু বংশ উল্লাসিত ও ইস য়েল বণNশ হৃষ্টচিত্ত হইবে ।

৫৪ গীত । সীফীয় লোকহইতে রক্ষার্থে দায়ুদের প্রার্থনা। প্রধান যন্ত্রবাদককে দাতব্য দায়দের উপদেশগতি। যে সময়ে সাফীয় লোকেরণ উপস্থিত হইয়া শৌলের নিকটে বলিল, দায়ুদ কি আমাদের মধ্যে আপনাকে গুপ্ত করে নাই ? তৎকালের এই গীত । হে ঈশ্বর, আপন নামের গুণে আমাকে পরিত্রাণ কর, ১ 70