পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৫ গীত।] দায়ুদের গীত। * > ২ ও আপন পরাক্রমেতে আমার বিচার কর । হে ঈশ্বর, অামার প্রার্থনা শুন, অামার মুখের বাক্য শ্রবণ কর । ৩ অপরিচিত লোকের আমার বিরুদ্ধে উঠে, ও উপদ্রবির অামার প্রাণনাশার্থে চেষ্টা করে ; তাহারণ আপনা৪ দের গোচরে ঈশ্বরকে রাখে না । সেলা । দেখা, ঈশ্বর আমার উপকারী ; প্রভু আমার প্রাণের উপকারকও দের সহিত আছেন। তিনি আমার শত্রদের দুষ্টতার প্রতিফল দিবেন, ও অাপন যথার্থতাতে তাহাদিগকে ও স° হার করিবেন। হে পরমেশ্বর, অামি তোমার উদ্দেশে স্বেচ্ছাদত্ত বলি দান করিব, ও তোমার নামের ৭ প্রশ°Nসা করিব, কেননা সে উত্তম । সেই নাম অামাকে তাবৎ বিপদহইতে রক্ষণ করে, এব°N আমার চক্ষু শলুগণের বিনাশ দর্শন করে। - ৫৫ গীত | বিপদসময়ে দুষ্ট লোকদের বিরুদ্ধে দায়ুদের প্রার্থনা। প্রধান যন্ত্রবাদককে দাতব্য দায়ূদের উপদেশগীত । ১ হে ঈশ্বর, অামার প্রার্থন শ্রবণ কর, অামার বিলাপ২ কালে লুক্কারিত হইও না। আমার প্রতি মনোযোগ করিয়া উত্তর দেও ; আমি শত্ৰুদের দুৰ্ব্বাক্য ও পাপিদের উপদ্রব প্রযুক্ত ভাবনাতে ব্যাকুল ও উন্মন হই৩ তেছি ; কেনন। তাহার। অামাতে দোষারোপ করে, ৪ ও ক্রোধেতে তামার বিপক্ষত করে । অামার অন্তরে মন বড় ব্যথিত হইতেছে ; আমি মৃতু্যযাতনাগ্রস্ত ৫ হইতেছি । ভয় ও কল্প আমাকে ধরিতেছে, এব^ ৬ আমি মহাত্রাসে আচ্ছন্ন হইতেছি । ও কহিতেছি, অাঃ, যদি কপোতের ন্যায় অামার পক্ষ হয় ! তবে আমি 71 -