৫৬ গীত ।] দায়ুদের গীত । SO নবমীতহইতে কোমল বটে, কিন্তু তাহাদের মনের মধ্যে স^গ্রাম থাকে; এব^ তাহদের বাক্য তৈলাপেক্ষ স্নিগ্ধ বটে, তথাপি তাহ নিস্কোষ খড়গের তুল্য। ২২ পরমেশ্বরের প্রতি আপনার ভার সমপণ কর, তিনি তোমাকে প্রতিপালন করিবেন ; ধাৰ্ম্মিক লোককে ২৩ কথন বিচলিত হইতে দিবেন না। হে ঈশ্বর, তুমি ঐ লোকদিগকে অগাধ গর্ভে নামাইবা ; রক্তপাতকারী ও প্রবঞ্চক লোকের অৰ্দ্ধ পরমায়ুও পাইবে না, কিন্তু আমি তোমার উপরে নির্ভর করিব। ৫৬ গীত । পিলেষ্টীয় লোকহইতে রক্ষার্থে দায়ুদের প্রার্থনা। প্রধান বাদ্যকরকে দাতব্য যোনৎ-এলম-রিহোকীম নামক স্বরযুক্ত দায়ুদের গুপ্তধনস্বরূপ গীত। যে সময়ে পিলেষ্টীয়েরা গাৎ নগরে তাহাকে ধরিল, তৎকালের গীত । ১ হে ঈশ্বর, অামার প্রতি দয়া কর ; মনুষ্য অামাকে গ্রাস করিতে উদ্যত হয়, এবণ আমার প্রতি উপদ্রব ২ করিতে সমস্ত দিন যুদ্ধ করে। আমার শত্ৰুগণ সমস্ত দিন আমাকে গ্রাস করিতে উদ্যত হয় ; অনেকে উচ্চ৩ মন্তক হইয়া আমার প্রতিকূলে যুদ্ধ করে। কিন্তু আমার ভয় উপস্থিত হওন সময়ে আমি তোমাতে নির্ভর করি। ৪ অামি ঈশ্বরের দ্বারা তাহার বাক্যের শ্লাঘা করিব, ও ঈশ্বরের প্রতি নির্ভর রাগিব, ভয় করিব না, মাণ সপিণ্ড ৫ আমার কি করিতে পারে ? তাহারা সমস্ত দিন অামার কথার বিপরীত অর্থ করে, অামার বিষয়ে তাহণদের শু তাৰথ চিন্তী কুচিন্তামাত্র। তাহারা একত্র হইয়া গোপনে в. т. s.) н. 73
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/৭৯
অবয়ব