বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* S দায়ূদের গীত । [৫৯ গীত । করিতেছ ? বরঞ্চ মনের মধ্যে অন্যায় রাগিীতেছ, ও দেশে হস্তদ্বারা উপদ্রব তেল করিতেছ। পাপিগণ জন্মাবধি বিপথগামী হয়, এবণN जृमिं) হওনাবধি মিথ্যা কহিয়া ভুমণ করে। সপবিষের ন্যায় তাহীদের বিষ, এবণ বধির কালসপ যেমন কৰ্ণ রোধ করিয়া তীক্ষ্ণ মন্ত্রবাদি সৰ্প বৈদ্যেরও রব শুনে না, তাহারাও তদ্রুপ। হে ঈশ্বর, তাহদের মুখের দন্ত ভগ্ন কর ; হে পরমেশ্বর, যুবসি হের কষের দন্ত উৎপাটন কর। তাহার সোতোজলের ন্যায় বহিয়া যাইবে, এবণ তাহাদের আকৃষ্ট বাণ ভগ্ন বাণের ন্যায় ব্যর্থ হইবে। এব৯ তাহারণ দ্রবীভূত শস্থকের ন্যায় গলিত হইবে, এব°N গৰ্ত্তন্ত্রাবের ন্যায় সূৰ্য্য দেখিতে পাইবে না। তাছাদের মনোরূপ স্থালী কণ্টকের জ্বাল ন পাইতে তিনি পক্ব ও অপক্ব সৰ্ব্বশুদ্ধ বাড়ে উড়াইয়া লইবেন। ধাৰ্ম্মিক লোক তাহাদের এমত প্রতিফল দেীিয়া আনন্দিত হইবে, ও পাপির রক্তে অণপন ২ পাদ প্রক্ষালন করিবে । তাহাতে মনুষ্যগণ এমত কহিবে, * অবশ্য ধাৰ্ম্মিক লোকের ফল আছে,অবশ্য পৃথিবীর বিচারকর্তা এক ঈশ্বর আছেন।” ৫৯ গীত। প্রাণরক্ষা হইলে পর পরমেশ্বরের প্রশ৭সা করণ। প্রধান বাদ্যকরকে দাতব্য অলতস্হেৎ নামক স্বরযুক্ত দায়ুদের গুপ্তধনস্বরূপ গীত। শৌলের প্রেরিত লোক যখন দায়ুদকে বধ করিতে গৃহের নিকটে ঘাটি বসাইল, তৎকালের এই গীত। হে অামার ঈশ্বর, শত্ৰুগণহইতে আমাকে নিস্তার কর; ও আমার বিপক্ষগণহইতে অামাকে রক্ষা কর । 76 R وميه b

У о o o