বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᏄᎭ দায়ুদের গীত । [৬০ গীত । না থাকে; তাহাতে যাকুব বংশের মধ্যে ঈশ্বর কর্তৃত্ব করেন, ইহা পৃথিবীর সীমা পৰ্য্যন্ত জানা যাইবে। সেল। তাহারা সন্ধ্যাকালে ফিরিয়া আসিয়া কুকুরদের ন্যায় ১৪ কঠোর শব্দ করিয়া নগরের চতুদিগে ভূমণ করিবে ; এবণ আহারের নিমিত্তে পৰ্য্যটন করিয়া তৃপ্ত না হইয় ১৫ রাত্রি যাপন করিবে । কিন্তু বিপদকালে তুমি আমার ১৬ উচ্চদুর্গ ও আশ্রয় হইল, এই জন্যে আমি তোমার পরাক্রমের বিষয়ে গান করিব, ও প্রত্যুষে তোমার দয়ার বিষয়ে উচ্চৈঃস্বরে গান করিব। হে অামার বল- ১৭ স্বরূপ, আমি তোমার উদেশে গান করিব, কেননা ঈশ্বর অামার উচ্চদুর্গস্বরূপ, তিনি আমার অনুগ্রাহক ঈশ্বর। ৬০ গীত । ১ যুদ্ধসময়ে দাযুদের প্রত্যাশ, ৯ ও প্রার্থনা। প্রধান বাদ্যকরকে দাতব্য শোশন এদূত নামক স্বরযুক্ত দায়ুদের গুপ্তধনস্বরূপ শিক্ষার্থক গীত। যখন সে অরাম-নহরয়িম ও আরাম-সোবার সহিত যুদ্ধ করিল ও যোয়াব যাইয় লবণ নিম্ন ভূমিতে ইদোমের দ্বাদশ সহসু লোককে বিনাশ করিল, তৎকালের এই গীত। হে ঈশ্বর, তুমি আমাদিগকে ত্যাগ করিয়াছ, ও অামা- ১ দিগকে ছিন্নভিন্ন করিয়াছ, এব°N আমাদের প্রতি ক্রোধ করিয়াছ, এখন আমাদের প্রতি ফির। তুমি দেশকে ২ কল্পান্বিত ও ভগ্ন করিয়াছ, এখন তাহার ভগ্ন স্থান পূর্ণ কর, কেননা সে অস্থির হইতেছে। তুমি আপন প্রজা- ৩ দিগকে সঙ্কট দেখাইয়াছ, এবণ অামাদিগকে মন্ততা জনক মদ পান করাইয়াছ। তুমি আপনার ভয়কা- ৪ 78