পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

be o দায়ুদের গীত । [১২ গীত । তুমিই আমার আশ্রয় ও শত্রনিবারক দৃঢ় দুর্গস্বরূপ। অামি সৰ্ব্বদা তোমার তাম্বুতে বাস করিব, ও তোমার পক্ষের ছায়াতে আশ্রয় লইব । সেলা । কেননা হে ঈশ্বর, তুমি আমার মানত শুনিয়াছ, এবণ তোমার নামে ভয়কারি লোকদের সহিত অামাকে অধিকার দিয়াছ। তুমি রাজার আয়ুর, ও অনেক পুরুষ পৰ্য্যন্ত তাহার বৎসরের বৃদ্ধি করিব। সে সৰ্ব্বদা ঈশ্বরের সাক্ষাতে বসতি করিবে, দয়া ও সত্যতাদ্বারা তাহাকে রক্ষা করিতে অণজ্ঞা হউক। তাহাতে অামি নিরন্তর তোমার নামে গান করিব, ও দিনে ২ অাপন মানত পরিপূর্ণ করিব। ৬২ গীত । ঈশ্বরের সরিতা ও মনুষ্যের অসারতা। যিদুগুনের দলমধ্যে প্রধান বাদ্য করকে দাতব্য দায়ুদের ধর্মগীত । অামার মন নিতান্ত ঈশ্বরের অপেক্ষা করে, তাহাহইতে আমার পরিত্রাণ হয়। কেবল তিনি আমার পৰ্ব্বত ও পরিত্রাণস্বরূপ ; তিনি আমার উচ্চদৰ্ণ ; আমি অত্যন্ত বিচলিত হইব না। তোমরা আর কত কাল এক মনুষ্যকে আক্রমণ করিব ? ও সকলে পতনোমুখ ভিত্তি ও ভগ্ন বেড়ার ন্যায় তাহাকে আঘাত করিব ? তাহারা তাহাকে উচ্চপদহইতে অধঃপতন করাইতে পরামর্শ করে ও মিথ্যাকথাতে সন্তুষ্ট হয় ; এবণ মুখে আশীৰ্ব্বাদ করে বটে, কিন্তু অন্তরে শাপ দেয়। সেল। হে অামার মন, কেবল ঈশ্বরের অপেক্ষণ কর, কেননা তিনি আমার প্রত্যাশার স্থান। কেবল তিনি আমার পৰ্ব্বত ও পরিত্রাণস্বরূপ ; তিনি আমার উচ্চর্দুর্গ, আমি 80