৬৩ গীত।] দায়ূদের গীত। b. ? ৭ বিচলিত হইব না। ঈশ্বর হইতে আমার পরিত্রাণ ও গৌরব, ও ঈশ্বর আমার বলবান পৰ্ব্বত ও আশ্রয়৮ স্থান। হে লোক সকল, সৰ্ব্বকাল তাহাতে নির্ভর কর, ও তাহার সমুথে মনের তাবৎ কথা ভাঙ্গিয়া কহ ; ৯ কেননা ঈশ্বর জামাদের আশ্রয়স্থান। সেল। সামান্য লোকের আসার, এবণ মান্য লোকেরাও মিথ্যা ; তাহাদিগকে তৌল করিলে তাহারা উৰ্দ্ধে উঠে ; তা১০ হার অসার হইতে লঘু। তোমরা উপদ্রব করিতে সাহস করিও না, ও অপহরণেতে শ্লাঘা করিও না, এব°N ১১ ধনের বাহুল্য হইলে তাহাতে মন দিও না । ঈশ্বর এক ৰাক্য কহিয়াছেন, বরণ অামি দুই বার তাহা শুনি১২ ফ্লাছি ; ঈশ্বরের পরাক্রম অাছে। অার, হে প্রভো, তোমার দয়াও অাছে ; কারণ তুমিই প্রত্যেক মনুষ্যকে স্ব ২ কৰ্ম্মানুসারে প্রতিফল দিয়া থাক। ৬৩ গীত । ঈশ্বরের অনুগ্রহের আকাঙক্ষ ও শত্ৰুজয়ের অপেক্ষা। যিহুদার প্রান্তরে থাকিবার সময়ে দাযুদের কৃত ধর্মগীত । ১ হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর ; আমি তোমার অন্বেষণ করি ; জলের অভাবে শুষ্ক ও মৃগতৃষ্ণাযুক্ত ভূমিতে তোমার নিমিত্তে আমার মন আকাড়ী ও অামার ২ শরীর তৃষ্ণাৰ্ত্ত আছে। ধৰ্ম্মধামে তোমার যেরূপ দৰ্শন পাইয়াছি, তদ্রুপে তোমার বল ও মহিমা দর্শন ৩ করিতে (ইচ্ছা করি ) । তোমার অনুগ্রহ জীবনহইতেও উত্তম, এই নিমিত্তে আমার ওষ্ঠাধর তোমার প্রশ°Nসা a করে ; আমি যাবজ্জীবন সেই রূপে তোমার ধন্যবাদ ৫ করিব, এব^ তোমার নামে কৃতাঞ্জলি হইব। তাহাতে 81
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/৮৭
অবয়ব