৪ গীত ] দায়দের গীত। O হইবে না, অামার প্রাণের বিষয়ে অনেকে এমত কহে । ৩ সেলা । কিন্তু হে পরমেশ্বর, তুমিই আমার ঢালস্বরূপ ও অামার গৌরবস্বরূপ ও অামার মস্তকের উন্নতিকা৪ রক। অামি আপন রবেতে পরমেশ্বরের নিকটে প্রাথনা করিলে তিনি আপন পবিত্ৰ পৰ্ব্বতে থাকিয়ণ ৫ আমাকে উত্তর দেন। সেলা । আমি শয়ন করিয়া নিদ্রা যাই, পুনৰ্ব্বার জাগ্রৎ হই, কারণ পরমেশ্বর আমাকে ও রক্ষণ করেন। সহস্র ২ লোক আমার বিরুদ্ধে চতুৰ্দ্দিগে সুসজ্জ হইলেও আমি ভীত হইব না। হে পরমেশ্বর, উঠ ; হে অামার ঈশ্বর, অামার পরিত্রাণ কর ; কারণ তুমি আমার তাবৎ শত্রকে চপেটাঘাত করিয়া ৮ থাক, ও দুষ্টগণের দন্ত ভগ্ন করিয়া থাক। পরমেশ্বরের নিকটে পরিত্রাণ, ও নিজ লোকের প্রতি র্তাহার আলশীৰ্ব্বাদ অাছে। সেলা । ৪ গীত । ঈশ্বরের প্রতি দায়ুদের নিবেদন, ২ ও শত্ৰুদের প্রতি অনুযোগ, ৬ ও বলেতে নয় কিন্তু ঈশ্বরের অনুগ্রহুেতে সুখ হওন। প্রধান যন্ত্রবাদককে দাতব্য দায়ুদের ধর্মগীত । ১ হে আমার ধৰ্ম্মস্বরূপ ঈশ্বর, আমি প্রার্থনা করিলে আমাকে উত্তর দেও। দুঃখের সময়ে তুমি আমাকে উদ্ধার করিয়া থাক ; অনুগ্রহ করিয়া আমার প্রাথনা শুন । ২ হে মনুষ্যসন্তানেরা, তোমরা আর কত কাল অামার গৌরব অবজ্ঞা করিব ? ও কত কাল বা অনর্থক ক্রিয়া ৩ ভাল বাসিয়া মিথ্যা চেষ্টা করিব ? সেলা । পরমেশ্বর আপনার নিমিত্তে সাধু লোককে মনোনীত করেন, ইহা তোমরা জ্ঞাত হও ; আমি প্রার্থনা করিলে পরমেশ্বর B 2. 3
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/৯
অবয়ব