৬৮ গীত।] দায়দের গীত । to o তদিগহইতে পুনৰ্ব্বার আনয়ন করিব, ও সমুদ্রের গভীর ২৩ জলহইতে পুনৰ্ব্বার অানয়ন করব। তাহাতে তোমার চরণ রক্তে ধৌত হইবে, ও তোমার কুকুরের জিহ্বা ২৪ শত্ৰুগণের রক্ত চাটিৰে | হে ঈশ্বর, লোকেরা তোমার গমন, অর্থাৎ ধৰ্ম্মধামে আমার ঈশ্বরের ও অামার ২৫ রাজার গমন দেখে। অগ্ৰে গায়কগণ, ও পশ্চাতে বাদ্যকরগণ, ও মধ্যস্থলে ঢঙ্কাবাদিনী কুমারীরা গমন ২ভ করে । তোমরা সভাতে ঈশ্বরের, ও ই সুয়েল বণশ২৭ জাত লোকদের মধ্যে প্রভুর ধন্যবাদ কর । সে স্থানে শত্ৰদমনকারী কনিষ্ঠ বিন্যামীন ও প্রস্তরক্ষেপক যিহুদার অধ্যক্ষগণ ও সিকূলুনের অধ্যক্ষবর্গ এবণ নস্তালির অধ্যক্ষগণ সভাস্থ হয়। ২৮ তোমার ঈশ্বর তোমার বলের অাজ্ঞা দিয়াছেন ; হে ঈশ্বর, তুমি আমাদের নিমিত্তে যাহা করিয়াছ, ২৯ তাহা প্রবল কর। ফিরুশালমস্থ তোমার মন্দিরের নিমিত্তে রাজগণ তোমার উদেশে নৈবেদ্য আপনয়ন ৩০ করিবে । নলবনের জন্তু ও বৃষসমূহ ও গোবৎ সস্বরূপ লোকদিগকে এমত অনুযোগ কর, যে তাহার রূপ। লইয়া পদতলস্থ হয় ; এবং যে লোকেরা যুদ্ধেতে ৩১ সন্তুষ্ট, তাহাদিগকে ছিন্নভিন্ন কর। মিসর দেশহইতে প্রধান লোক আসিবে, ও কৃদেশস্থ লোকের শাস্তু ৩২ ঈশ্বরের প্রতি কৃতাঞ্জলি হইবে। হে পৃথিবীস্থ প্রজ। সকল, তোমরা ঈশ্বরের উদেশে গীত গাও, ও প্রভুর ৩৩ উদেশে গান কর। সেলা । এব০ যিনি প্রথমাবধি উচ্চতর স্বর্গে বাহনে গমন করেন, তাহার উদ্দেশে ( গান কর ; ) দেখ, তিনি অ্যাপন রবে অর্থাৎ ঘো৩৪ রতর রবে গজ্জন করেন। ঈশ্বরের পরাক্রমের গুণানুবাদ কর ; ইসুয়েল বলশের মধ্যে র্তাহার মহিমা, I 3 89
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/৯৫
অবয়ব