পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> * দায়দের গীত । [৬৯ গীত । ভোজনার্থে তামাকে পিত্ত দেয়, ও পিপাসার সময়ে অক্সরস পান করায় । অতএব তাহাদের ভোজনাসন ২২ তাহাদের সম্মুখে ফাদস্বৰূপ হউক, ও নির্ভয় কালে তাহাদের বাশকলস্বরূপ হউক। তাহারা যেন ২৩ দেখিতে না পায়, তন্নিমিত্তে তাহীদের চক্ষু অন্ধ হউক ; ও নিত্য তাহদের কটিদেশের কল্প হউক । তাহাদের উপরে তোমার ক্রোধ বর্ষণ কর, এবণ ২৪ তোমার কোপামি তাহাদিগকে গ্রাস করুক। তাহা- ২৫ দের বাট শূন্য হউক, ও তাহীদের তাস্থতে বাসকারী কেহ না থাকুক। কেননা তাহার তোমার R & প্ৰহারিত ব্যক্তিকে তাড়ন করে, ও কথোপকথনদ্বারা তোমার ক্ষতযুক্ত ব্যক্তির ব্যথা বৃদ্ধি করে । তুমি তাহা- ২৭ দের পণপের উপরে পাপ সঞ্চয় কর, তাহারা তোমার দত্ত পূণ্য প্রাপ্ত না হউক । ও জীবৎ লোকের পুস্তক- ২৮ হইতে তাহদের নাম লুপ্ত হউক, এবণ ধাৰ্ম্মিকদের মধ্যে তাহাদের অঙ্কপাত না হউক । যদ্যপি আমি দুঃখী ও ব্যথিত হই, তথাপি হে ২৯ ঈশ্বর,তোমার কৃত পরিত্রাণদ্বারা আমার উন্নতি হইবে। অামি গানদ্বারা ঈশ্বরের নামের প্রশ৭সা করব, ও ৩০ ধন্যবাদদ্বারা তাহার গৌরব করিব। শৃঙ্গ ও খুরবি- ৩১ শিষ্ট বৃষ ও গো অপেক্ষ তাহাই পরমেশ্বরের দৃষ্টিতে অধিক তুষ্টিকর হইবে । এব^ নমু লোকের তাহ ৩২ দেখিয়া আনন্দ করবে ; হে ঈশ্বরের অন্বেষণকারিগণ, তোমাদের অন্তঃকরণ প্রফুল্ল হইবে । কেননা পরমে- ৩৩ শ্বর দরিদ্রদের প্রতি মনোযোগ করেন, এবণ আপনার বন্দিগণকেও তুচ্ছ করেন না । স্বর্গ ও মর্ত্য ও সমুদ্র ৩৪ ও তন্মধ্যস্থ তাবৎ জঙ্গম তাহার ধন্যবাদ করবে। কেননা ঈশ্বর সিয়োনকে পরিত্রাণ করিবেন, ও যিহু ৩৫ 92