বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭০,৭১ গীত ।] দায়ুদের গীত । > ○ দার সমস্ত নগর পুননির্মাণ করিবেন ; তাহাতে লো ৩৬ কেরা সেখানে বাস করিয়া অধিকার পাইবে ; এবণ। র্তাহার সেবকদের বণশ তাহাতে অধিকার পাইবে ; এবণ যাহারণ র্তাহার নামে প্রেম করে, তাহারণ তাহাতে বসতি করিবে । ৭০ গীত । পাপি শত্ৰুদের বিরুদ্ধে ও ধার্মিকদের জন্যে প্রার্থন । প্রধান বাদ্য করকে দাতব্য দায়দের স্মরণার্থক গীত । ১ হে ঈশ্বর, অামাকে উদ্ধার কর ; হে পরমেশ্বর, ত্বরণয় ২ অামার উপকার কর । যাহারা অামার প্রাণ নষ্ট করিতে চেষ্টা করে, তাহারণ লজ্জিত ও অপ্রতিভ হউক, এবণ যাহারা আমার বিপদে আনন্দ করে, তাহার ৩ পরাজুথ ও বিষন্ন হউক। এ বণ যাহারণ হল ২ বলিয়া অামাকে বিদ্রুপ করে, তাহারা পরাস্ত হইয়া অাপনা৪ দের লজ্জারূপ ফল প্রাপ্ত হউক । কিন্তু তোমার অন্বেষণকারি সকলে তোমাতে আনন্দিত ও উল্লাসিত হউক, এবণ যাহার তোমার কৃত পরিত্রাণে প্রেম করে, তাহারা সৰ্ব্বদা এ কথা কহুক, ‘ পরমেশ্বর মহামহিমা৫ ম্বিত হউন। আমি দুঃখী ও দরিদ্র ; হে ঈশ্বর, তুমি অামার নিকটে শীঘু আইস, তুমি আমার উপকারী ও রক্ষাকর্তা ; হে পরমেশ্বর, বিলম্ব করিও না । ৭১ গীত | পরমেশ্বরেতে আশ্রয় লওন । ১ হে পরমেশ্বর, অামি তোমার শরণাগত, কখনো অণ২ মাকে লজ্জিত হইতে দিও না। আপনার ধৰ্ম্মে অামা কে উদ্ধার করিয়া রক্ষণ কর, ও অামার প্রতি কৰ্ণ পা 93