পাতা:দিল্লীশ্বরী.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brぬ न्छशन् পুরুষ, রাজ্যশাসনক্ষম, দেশের সকলেই তাহার গুণমুগ্ধ, অন্তর্গত। এই শাহ জহানের উপর সম্রাটের বিরাগ উৎপাদন করিতে না পারিলে নূরজছানের অতীঃ সিদ্ধি হয় না, তাহার জামাতার রাজ্যপ্রাপ্তি ঘটে ন; ৷ কাৰ্য্য বড় সহজ নছে ; কিন্তু পাত্রীরে সহজ সহে । স্বার্থসিদ্ধির জন্ম নূরজগন্‌ কুটবুদ্ধির পরিচালনা করিতে কুষ্ঠিত BBBD BS BBBBS BBBB BBBB BBB BB BB BBS আবশ্বক, সৰ্ব্বপ্রযত্নে নুরদুহান্‌ তাঙ্গ করিতে অগ্রসর হইলেন । সেসমস্ত কথা পূর্বেই বলিয়ছি । তাহার পরিণাম কি হইল, তাহীও সকলে জানেন। নুরুজগন চরিত্রের এই অংশটাই কুটিলতার কলঙ্গে মলিন-এ কলঙ্ক কিছুতেই মুছিবার নহে । স্বামীর মৃত্যুর এবং শাহ জহানের সিংহাসলারোহণের সঙ্গে সঙ্গেই মূরজঙ্গলের সমস্ত আশা-ভরসা লুপ্ত হইল । তিনি দিবাচক্ষে দেখিতে পাইলেন, শাহ জহানের সহিত কিছুতেই তিনি পারিয়া উঠিবেন না। এদিকে তাহার জামাতা শহরিয়ারও আর ইহজগতে নাই। এই সমস্ত আলোচনা করিয় তাহার হৃদ্বয় অবস্ম্ল - হইয়া পড়িল, তিনি তখন বুঝিতে পারলেন, ধন, সম্পদ, ক্ষমতা কিছুই চিরস্থায়ী মহে—সুসময় অনেকের ভাগ্যেই চিরদিন থাকে না। তাই তিনি স্বামীর মৃত্যুর পর যে অষ্টাদশ বৎসর বাচিয়া ছিলেন, সেই সময়ের মধ্যে পূৰ্ব্ব-প্রতিষ্ঠা লাভের জন্ত অণুমাত্রও “ চেষ্টা করেন নাই । বলিতে গেলে, সম্রাঞ্জী নূরুজগন্‌ প্রিয়তম পতি জহাঙ্গীরের সহিতই সমাহিত হইয়াছিলেন ; তার পর যিনি বুচিয় ছিলেন, তিনি সম্রাঞ্জী নূরজহান নহেন--তিনি