পাতা:দিল্লীশ্বরী.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ রঞ্জিয়ৎ করিয়৷ তুলিবার জন্য তিনি তাহার সমস্ত শক্তি ও সামর্থ্য নিয়োগ করিলেন । - রুকন-উদ্দীন ফিরুজ সৈন্ত-সামন্ত লইয়া পঞ্জাবের কুহু রাম নামক স্থানে অবস্থান করিতেছিলেন। মতি ও ভগিনীর বিবাদের কথা শুনিবামাত্রই তিনি ব্যস্ততার সহিত দিল্লী অভিমুখ যাত্রা করিলেন। রঞ্জিয়ৎও ইহার জন্ত প্রস্তুত হইয় অপেক্ষা করিতেছিলেন। রুকন কেলুখেড়াঙ্গ পৌঁছিলে রজিয়ৎ-প্রেরিত দৈন্তদলেপ সহিত তাঙ্গর সংঘর্য হইল। ফলে তিনি সম্পূর্ণরূপে পরাজিত ও বন্দী হইলেন । রুকন-উদ্দীন ছয় মাস ছাব্বিশ দিন রাজত্ব করিয়াছিলেন । তাহার পর ১২৩৬ খ্ৰীষ্টাব্দে কারাগারেই র্তাঙ্গার বিফল রাজ্যাভিনয় ও বিলাস-লীলার অকাল-সমাধি হয় । রজিয়ং এইরূপে বিমাতা ও বৈমাত্রেয় ভ্রাতার হাত হইতে অব্যাঙ্গীত পাইলেন বটে, কিন্তু স্থির হইয়া সিংহাসনে বসিতে পাঞ্ছিলেন না। শীঘ্রই তাছাকে এক নূতন বিপদ—এক ভীষণ সঙ্কটের মুখে আসিয়া দাড়াইতে হইল। উজীর নিজামূ-উল-মুল্ক জুনেদী তাহার শক্র, তিনি রজিতের সিংহাসনলাভে অসন্তুষ্ট—

  • বর্তমান দিল্লীর দক্ষিণে যমুনাতীরে মুঈজ-উদ্দীন কইকুবাদ ( ১২৮৬-৮৮) নিৰ্ম্মত প্রাধা-স্থলেই খুব সম্ভব কেলুখেড়ী অবস্থিত ছিল। (H. M. Elliot, Bibliographical Index, p. 284; Ain, ii. 279. ) ErfoLT ersfe, হুমায়ূনের সমাধি এই স্থান অধিকার করিয়াছে। কিন্তু কেলুখেড়া গ্রাম সমাধির প্রায় দেড় মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত।