পাতা:দিল্লীশ্বরী.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

% রজিয়ৎ - ”. .‘ . لالا পারিলেন না। গঙ্গা উত্তীর্ণ হইবামাত্র শক্রপক্ষের অতর্কিত আক্রমণে র্তাহীকে পরাস্ত হইয়া বন্দী হইতে হইল । তার পর অপটু অম্বুস্থ দেহ লইয়া তিনি আর অধিক ক্ষণ শক্রর বন্ধন-দশ ভোগ করেন নাই ; জগতে কৃতজ্ঞতার ঋণ কেমন করিয়া কড়াক্রাস্তিতে পরিশোধ করিতে হয়, তাহার সকরুণ কাহিনী ইতিহাসের পৃষ্ঠায় রাখিয়া বাধা-বন্ধনহীন আনন্দলোকে প্রস্থান করিলেন । রজিয়তের উদ্ধারের আশা স্থদুরপরাহত-দিন দিন তাহার অবস্থা শোচনীয় হইয়া উঠিন্তে লাগিল। শত্রুর আস্ফালন ও সিংহনাদের অন্ত নাই। সৈন্ত-পরিবেষ্টিত অবরুদ্ধপ্রায় পুরীতে বসিয়া সম্রাজ্ঞী উপায় চিন্তা করিতে লাগিলেন। ভয়ার্ভ শৃগালীর মত বিবরের মধ্যে চক্ষু মুদিয়া বসিয়া থাকা সিংহীর পক্ষে নিতান্ত অসহ । হয় মুক্তি, না হয় মৃত্যু-নাঙ্ক: পন্থীঃ । রণসাজে সজ্জিত বীরাঙ্গনা সদলবলে সেনা-তরঙ্গের মধ্যে সদন্তে ঋণপাইয়া পড়িলেন এবং সকলকে বিস্ময়ে স্তম্ভিত করিয়া বিদ্যুদগতিতে যমুনাতীরে উপনীত হইয়া শিবির সন্নিবেশ করিলেন । কেহ ত{হার কেশীগ্রও স্পর্শ করিতে পারিল না । এইবার হাওয়ার গতি ধীরে ধীরে ফিরিতে লাগিল। উজীরের প্ররোচনায় বিদেশাগত যে-সকল তুর্কী আমীর রাঞ্জীর বিরুদ্ধে দাড়াইয়াছিলেন, তাহাদের সঙ্গে দরবারের মুলিকগণের মনোমালিন্তের স্বত্রপাত হইয়াছিল ; ক্রমে ব্যাপার এত দূর গুরুতর হইয়া উঠিল যে, মালিক ইজ্জ্ব-উদ্দীন কবীর র্থ ও মালিক ইজ্জ