পাতা:দিল্লীশ্বরী.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিল্লীশ্বরী ১৮ উত্তেজিত হইয়া চারি দিকে অসন্তোষের অনল ছড়াই তেলাগিলেন । বলা বাহুল্য, এই বিদ্রোহের আমন্ত্রণে অনেকেই উল্লাসের সহিত যোগদান করিল। সৰ্ব্বপ্রথমে বিদ্রোহের ধ্বজ উড়াইলেন—লাহোরের শাসনকর্তৃ মালিক ইজ্জ -উদ্দীন কবীর খান-ই-আয়াজ। রাণী কিছুমাত্র ভীত ব| চকিত না হইয়া সসৈন্ত লাহোর অভিমুখে অভিযান করিলেন। ইজ্জ-উদ্দীন মুবিধা করিয়া উঠিতে পারিলেন না ; বহুত স্বীকার করিয়৷ ক্ষমার্থ হইলেন। ক্ষমার্থিজনকে ক্ষমা করাই বিধি । রাজী তাঙ্গকে পদচ্যুত না করিয়া মুলতানে বদলি করিলেন। আর মুলতানের শাসনকৰ্ত্ত করাকুশ থাকে লাহোরের সামন্ত নিযুক্ত করিলেন । এত শীঘ্র ও এত সহজে এই বিদ্রোহ-নাট্রের যবনিকাপাত হওয়ায় আমীর-মালিকগণ যে অত্যন্ত দুঃথিত হইয়াছিলেন, তাছাতে সন্দেহ নাই ; কিন্তু তাহারা নিরাশ হইবার পাত্র নহেন,— তলে তলে একটা ভীষণ বিদ্রোহের আয়োজনে প্র.: হইলেন । তবুরহিন্দার (বর্তমান ভাটিণ্ডা ) সামন্তরাজ ইখতিয়ার-উদ্দীন অস্তুনিয়া জনৈক ক্ষমতাশালী মালিক। র্তাহার সৈন্তসীমস্ত ও অর্থাদির, কিছুমাত্র অসদ্ভাব নাই। রাজীর অন্যতম পারিষদ আমীর-ই-হাজিব ইখতিয়ার-উদ্দীন এৎকীনের সঠিত তাহার বিশেষ সৌহার্দ। হাজিব, ইখতিয়ার তাহাকে নানারূপ প্রলোভন দেখাইয়া রঞ্জিয়তের বিরুদ্ধে উত্তেজিত করিতে লাগিলেন । এই