পাতা:দিল্লীশ্বরী.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పిఫి রজিয়ৎ সামস্থবাজ, তাহার বর্তমান পদ্ধমানের জন্য রাষ্ট্রীর নিকট বিশেষভাবে ঋণী। রাজীই তাছাকে জাগীর দিয়া দিল্লীর পূর্বাঞ্চল বারণে (বুলদ শহরে ) সুপ্রতিষ্ঠিত করেন, আর অধুনা তাহারই প্রসাদে ইখতিয়ার তবরছিনার নামজাদ সামন্ত। কিন্তু মুহৃদের প্ররোচনায় তিনি আত্মবিস্মৃত হইলেন—নিমকের কথা বিস্তুত হইয়া রাজ্ঞীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোযণা করিলেন। রজিয়ৎও নিশ্চিন্ত নহেন, দুষ্টের দমনে উৎসাহ-উদ্দীপনার অভাব তাহার কখনই হইতে পারে না। রণসাজে সজ্জিত হইয়া তিনি অবিলম্বে রাজধানী পরিত্যাগ করলেন ( মে, ১২৩৯ ) { পথ সুদীর্ঘ, মরুকাহারীন হুজুর্গম । নিদাঘের অনলোদারী দুঃসহ স্বৰ্যকিরণের মধ্য দিয়া অতি কষ্ট্রে এই পথ অতিবাহনপূর্বক রঞ্জিয়ৎ ঘখন তবরহিন্দায় উপনীত হইলেন, তখন তিনি ক্ষুৎপিপাসায় কাতর, পথশ্রমে অবসন্ন, সঙ্গের সেনাদলও নিস্তেজ ও নিরুৎসাহ । আততাগীয় এইরূপ একটি সুযোগের প্রতীক্ষণই এত দিন করিতেছিল । শক্তি ও সাহস, তেজ ও ধীৰ্য্যের অবতার এই সিংইকে বিঘোরে না ফেলিলে যে তাঙ্গকে শৃঙ্খলিত করা অসম্ভব, তাহা তাহারা উত্তমরূপেই অবগত ছিল । তাই এই দুদিনে তবরাহনগর স্তায় দুরবর্তী দুর্গম স্থানেই ভাবিয়া-চিন্থিয়া তাহার বিদ্রোহের কেন্দ্র করিয়াছিল। তাঁহাদের উদেশ্ব ব্যর্থ হইল না। রাষ্ট্রর পারিষদ তুর্কী আমীরগণ র্তাহাকে পথশ্রমে কাতর দেখিয়া অস্ত্ৰধারণপূর্বক সহসা দানবমূৰ্ত্তি পরিগ্রহ করিল। অশ্বশালার পর্যবেক্ষক হাবশী ইয়াকুতের উপরেই তাহদের আক্রোশ সবচেয়ে বেশী। লে