পাতা:দিল্লীশ্বরী.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s কারাজীবন ; বিবাহ ; পরিণাম ರ ন্যায় স্বাধীনতাপ্রিয় নারীর পক্ষে কারাবাস * যে দুৰ্ব্বিষহ কঠোর, তাছাতে সন্দেহ নাই। কিন্তু এই কারাবাসকে কঠোরতর করিয়া তুলিল মনের ক্ষোভ—যাহারা র্তাহার একান্ত নির্ভরের পাত্র, শাসনতন্ত্রের নায়ক, তাহারই নিমকে যাহারা পু বলিষ্ঠ, তাঙ্গরাই তাহাকে এই আকস্মিক অপ্রত্যাশিত বিশ্বাসঘাতকতায় দুঃখের অতল তলে নিক্ষেপ করিল। রাজ্ঞী মুক্তির সম্বন্ধে সম্পূর্ণ নিরাশ হইলেন। কঠোর হস্তে শাসনদণ্ড গ্রহণ করিয়া তিনি যে দুঃগণের শত্রুরূপে পরিগণিত, এবং কুসংস্কারের সনাতন নাগপাশ ছেদন করিয়া শিষ্টগণেরও একান্ত বিরাগভাজন হইয়াছেন, তাহা তিনি বিলক্ষণ জানিতেন । তাই রাজধানী হইতে বহু দূরে—তবরহিলার কারাকক্ষে নিবদ্ধ হুইয়া চতুর্দিকে কেবল অন্ধকারের করাল বিভীষিকাই দেখিতে লাগিলেন—কোথাও এতটুকু আলোর রেখাও দেখিতে পাইলেন না । রজিয়ংকে কারারুদ্ধ করিয়া বিদ্রোহী মালিক-আমীরগণ মহোল্লাসে রাজধানী দিল্লীতে উপনীত হইলেন এবং রজিয়তের .বৈমাত্রেয় ভ্রাতা সুলতান মুঈজ-উদ্দীন বহু রাম শাহকে সিংহাসনে