পাতা:দিল্লীশ্বরী.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিল্লীশ্বরী ૨૨ § বসাইয়া রাজ্য ও রাজভাগুীর লইয়া স্বার্থের ছিনিমিনি খেলা খেলিতে লাগিলেন । কিন্তু কি আশ্চৰ্য্য এই জগতের খেয়াল, সে যে কেমন করিয়া নিশ্চিতকে অনিশ্চিত ও অনিশ্চিতকে নিশ্চিত করিয়া তুলে, বুঝিবার উপায় নাই। হঠাৎ ঘটনা-স্রোতের গতি সম্পূর্ণ ভিন্ন দিকে ফিরিয়া গেল। রঞ্জিয়ং তবরহিন্দার কারাকক্ষে বসিয়া দুঃখময় দিনগুলির দীর্ঘতার কথা, এবং ভাগ্যে আরও বা কি দুঃখদুর্গতি ঘটে, ভাবিয়া শঙ্কিত হইতেছিলেন ; সহসা সশব্দে তাহার কারাকক্ষের দ্বার উন্মুক্ত হইয়া গেল । তিনি সন্ত্রস্ত হইয়া চাহিয়া দেখিলেন, অস্তুনিয়া মুক্ত দ্বার দিয়া তাহার দিকে অগ্রসর হইতেছে। সে বিদ্রোহিগণের অগ্রণী। তাছায় অভিপ্রায় কি ? হত্যা করা, না আর কিছু r উদ্বেগfকুণ, ভগ্নহৃদয় রঞ্জিয়তের আশঙ্কা দেখিতে দেখিতে বিস্ময়ে পরিণত হইল। অস্তুনিয়া লজ্জিত ও অতুতপ্ত ! সে আজ শক্রবেশে আসে নাই, মিত্রভা:েই তাহার নিকট উপস্থিত ! এত দিনে অস্তুনিয়ার চৈতন্তোদয় হইয়াছে। লোকটা যে নিতান্ত মন তাহা নহে ; ঘটনাচক্রে, সুহৃদের কুপরামর্শে, "আশার ছলনায় ভুলিয়াই রাজ্ঞীর বিরুদ্ধে বিদ্রোহী হইয়াছিল। কিন্তু তাহার আশা দুরাশায় পরিণত হইয়াছে। তিনি ক্রমে বুঝিতে পারিয়াছেন যে, বিদ্রোহের ফলে বিদ্রোহী নামের কলঙ্ক অর্জন-বই তাহার আর কোনও লাভই হয় নাই ; অপর পক্ষে তাহাকেই ক্রীড়াপুত্তল করিয়া তাহার সহযোগীর নিজ নিজ স্বার্থ