পাতা:দিল্লীশ্বরী.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিল্লীশ্বরী ৩২ মালিক-আমীরগণ সসম্মানে রঞ্জিীর নিকট উপঢৌকন আদি প্রেরণ করিয়া মস্তক অবনত করিলেন। রাজ্ঞীর মোহরাঙ্কিত মুদ্রা র্তাহার প্রতিষ্ঠা ও প্রতিপত্তির নিদর্শনস্বরূপ রাজ্যমধ্যে প্রচারিত হইল * - কিন্তু উচ্ছম্বল রাজ্যকে পৃথল করিয়া স্বশাসন প্রতিষ্ঠত করা ত সহজ কথা নহে, ইয়ার জন্ত কুমারী রঞ্জিয়ৎকে প্রাণপণ করিতে হইয়াছিল । তিনি জানিতেন, অবলার দুৰ্ব্বলতার অখ্যাতি চিরদিনের। এই অধ্যাতির স্ববোগে দুৰ্ব্বত্তের যেকোন মুহূর্তে রাজ্যে অমঙ্গলের স্বচনা করিতে পারে, তাই তিনি অন্তরে বাটিরে পুরুষ সাজিয়া দৃঢ়হস্তে রাজ্যের শাসন-দণ্ড গ্রহণ করিয়াছিলেন। রঞ্জিয়ং প্রকাশে রাজসিংহাসনে বলিয়া দরবার করিতেন, রমণীর বেশে নহে-পুরুষের বেশে, মুলতানের সাজ সাজিয়া । নগরেও বাহির হইতেন, ঐ পুরুষের বেশে–মাথায় টুপী, গায়ে কোৰ্ব',

  • রঞ্জিয়তের নামে সর্বপ্রথমে যে মুদ্র প্রচলিত হয় তাহাতে খোদিত ছিল –

মুদ্রার এক পৃষ্ঠে ) উমৃদৎ-উন নিহয়tলু মালকা-এ-জমানূ স্বলতান জিয়ৎ বিৰূং শুমস্-উদ্দীন ইয়লতিমিশ । ( অপর পৃষ্ঠে ) জর্ব বলা-এ-দেইলী সনে ৬% জলুদ-ই-জাহদু। অর্থাৎ-নারীশ্রেষ্ঠ, যুগনিয়ন্ত্রী, সুলতান রঞ্জিয়ৎ-শমূদ্র-উদ্দীন ইয়ঙ্গতিমিশের DYS DDBBB BBBS BBBBBBBB sBB BS BAgg SBBB S রঞ্জিয়তের রাজমুদ্রায় "হলঙ্গন রজিয়ৎ-উৎ-দুনিয়া-ওয়া-উদ্দীন” এইরূপ নামও মুদ্রিত দেখা যায়।