পাতা:দিল্লীশ্বরী.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

g 8న নূরজহান সম্রাটু তাহার দুধভাই কুতব উদ্দীন খাকে তাড়াতাড়ি বাংলার মুবাদার করিয়া পাঠাইলেন, আর উদেশ্বসিদ্ধির জন্ত কাৰ্য্যক্ষেত্রে যাহা যাহা করা কৰ্ত্তব্য, সে সম্বন্ধে গোপনে তাহাকে উপদেশ দিলেন। কুতব উদ্দীন বাংলায় পৌছিয়া শের আফককে তাহার সহিত সাক্ষাৎ করিবার জন্ত কয়েকখানি পত্র লিখিলেন।. অন্যান্স উচ্চপদস্থ প্রাদেশিক কৰ্ম্মচারীর ন্তায় শের আফ কনও রাজসভার সকল ঘটনার সংবাদ নিয়মিতরূপে রাখিতেন । সুতরাং বাদশাহ জহাঙ্গীরের গোপন অভিসন্ধি টের পাইতে তাহার বেশী বিলম্ব হয় নাই। আর কি অবস্থায়, কি কারণে র্তাহার সহিত মিহরের বিবাহ হয়, কেনই বা তাহাকে রাজধানী ইতে এত দূরে পাঠান হইয়াছিল, সে কথাও ত তাঙ্গর অবিদিত ছিল না। তবে এখানে বলিয়া রাখা উচিত যে, বিবাহের পর মিছরের কাজে বা ব্যবহারে শেরের মনে ক্ষোভের কারণ হয় নাই, বরং সন্তোষের কারণই হইয়াছিল এবং উভযের দাম্পত্যীিবন যে বেশ সুথেই কাটিতেছিল, ইতিহাস-পাঠে ইগই বুঝিতে পারা ষায় । পত্রের পর পত্র লিখিয়াও শেরের যখন সাক্ষাৎ মিলিল না, কুন্তব উদ্বী তখন নিজেই একদিন সরকারী-কাজের ভানে তাহার জাগীরে আসিয়া গজির ! শের অঙ্গরাখার নাচে বৰ্ম্ম পরিয়া, জনকয়েক বিশ্বাসী অনুচর সঙ্গে লইয়া মুবাদারের সতি সাক্ষাৎ করিলেন। কুতব উদ্দীন তাহার কুশল জিজ্ঞাসা করিয়া, নানা কথার পর, বাদশাহর আর্যৌবন-পোষিত অভিলাষ তাহার নিকট 8