পাতা:দিল্লীশ্বরী.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ দিল্লীশ্বরী ¢९ " আঘাত লাগিল। তিনি নিশিদিন যাহার প্রেমে মশগুল, যাহাকে পাইবার জন্য তিনি অবৈধ উপায়কেও বৈধ বলিয়া মনে করিয়াছেন, —সেই তাহার একান্ত প্রিয়বস্তু তাহারই সম্মুখে, বক্র তীব্র দৃষ্টি হানিয়া, তাহার কৃত কৰ্ম্মের কৈফিয়ৎ চাহিতেছে! জহাঙ্গীর স্তম্ভিত হইয়া গেলেন, কিন্তু ভালমন্দ কিছুই বলিলেন না। জহাঙ্গীর অবিবেচক নন, তার পর তিনি মিহরকে সত্য সত্যই ভালবাসেন। আঘাতের বেদন প্রশমিত হইলে, ধীরভাবে বিবেচনা করিয়া দেখিলেন, মিছর শোকবিহবলা—এ অবস্থায় তাহার নিকট বিবাহের প্রস্তাব করিয়া তিনি ভাল করেন নাই। যাই হোকৃ, এই ঘটনার পর . হইতে চতুর সম্রাট মিছরের কথা মন হইতে মুছিয়া ফেলিলেন—অন্তত: সেইরূপ ভাবই দেখাইতে লাগিলেন। মিহর উপেক্ষিতার স্তায় বাদশাহর বিমাতার নিকট রহিলেন । সম্রাটুও মিহরের খবর রাখেন না ; মিছ রও কোন দিন স্থার অনুগ্রহলাভের বা দৃষ্টিপথৰ্ত্তিী হইবার কোনরূপ চেষ্টা , আগ্রহ প্রকাশ করেন না। এমৃলি করিয়া দিনের পর দিন, মাসের পর মাস কাটিয়া যাইতে লাগিল। কালের মত বেদনা-প্রশমনকারী মহৌষধ জগতে আর কিছুই নাই। যতই দিন যাইতে লাগিল, মিছর স্বামীর কথা-দাম্পত্যজীবনের অতীত কাহিনী—ভুলিয়া যাইতে লাগিলেন, আর তাহার হৃদয় জিতিয়া লইল বর্তমান— ভারত-সাম্রাজ্যের, অতুল ঐশ্বৰ্য্য, সম্রাটের অপরিমিত প্রেম। ৰে চলিয়া গিয়াছে, সে আর ফিরিবে না ; কিন্তু তিনি ইচ্ছা করিলেই