পাতা:দিল্লীশ্বরী.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ 。 অভিভূত করিয়া রাখতে পারে না, একদিন না একদিন তাহার নেশা ছুটিয়া যায়। জহাঙ্গীরের রূপের মোহও একদিন নিশ্চয়ই ছুটিয়া যাইত,—যদি না নূরজহানের অসাধারণ গুণ, বুদ্ধিমত্তা ও কৰ্ম্মদক্ষতা বাদশাহর অন্তরে প্রভাব বিস্তার করিয়া বসিত । জহাঙ্গীরের রাজত্বের প্রারম্ভেই নূরজহানের পিতা ধিয়াস বেগ ‘ইৎমদ-উদ্দৌলা আথালাভ করেন। তার পর কন্যার সহিত বাদশাহর বিবাহ হইলে তিনি বকিল-ই-কুল’ ( সৰ্ব্বকৰ্ম্মে সম্রাটের প্রতিনিধি ) পদ পান—সঙ্গে সঙ্গে ভাস্কার পুত্র আসফ খারও পদোন্নতি ঘটে। ইংমদূ-উদ্দৌলা যত দিন বাচিয়াছিলেন, তত দিন রাজ্য-শাসনে অনেকটা ভার ভাঙ্গারই হাতে ছিল। তাহার মৃত্যুর (১৬২২, জানুয়ারি) পর নূরজঃানের ক্ষমতা অসীম হইল*— জগদীর নামেমাত্র সম্রাট, রছিলেন ; সমস্ত রাজকাৰ্য্য তিনিই দেখিতে লাগিলেন । তখন অতিমাত্রায় সুরাপায়ী সম্রাটের স্বাস্থ্য দিন দিন ল’গুয়া পড়িতেছে-নূরুজহান একটু চিন্তিত হইলেন। হুইবারই কথা। -ജ്ജ--ജബജാ

  • “I gave the establishment and everything belonging to the Government and Amirehip of Itinadu d-daulah to Nur

Jahan and ordered thet her drums and orchestra should be sonnded after those of the king.' Tuzuk. Jahangiri, ii. 228.