পাতা:দিল্লীশ্বরী.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ &১ नूचिशम् শরীফ-উল-মূন্ধও তথায় গমন করে, ফলে দুই পক্ষের লোকজনের মধ্যে বিবাদের সূত্রপাত হয়। কিন্তু শরীফের সুবিধা হইল নাবিপক্ষের একটা তীর লাগিয়া তাহার একটি চক্ষু নষ্ট হইয়া গেল। এই ঘটনায় পুত্রের উপর জহাঙ্গীরের সন্দেহ আরও দৃঢ় হইল। তিনি বুঝিলেন, শাহ জানের মতলব ভাল নহে,-নূরজা যায় বলিয়া আদিতেছেন, তাছাই ঠিক। সেই দিন হইতে জহাঙ্গীর পুত্রের নাম রাখিগেন—‘বেদৌলৎ’ কি না, ভাগ্যহীন। শাহ জহা অত্যন্ত মৰ্ম্মাহত হইলেন ; তিনি সরল বিশ্বাসী, পিতার প্রতি শ্রদ্ধাবান, পিতা ব্লষ্ট হন, ইহা তাহার আদৌ অভিপ্রেত্ত নছে। শাহ জহা তাহার দেওয়া আফজলু থার হাত দিয়া ব্রাজদরবারে এক আরজী পেশ করিলেন। ইহাতে তিনি পিতার নিকট হইতে সম্প্রতি যে ব্যবহার লাভ করিয়াছেন, সে সম্বন্ধে একটু অসুযোগও করিলেন, এবং নিজে যাহাতে উপস্থিত হইয়া বাদশাহর নিকট সকল কথা খুলিয়া বলিতে পারেন, তাহার অনুমতি চাছিলেন। উইঙ্গীর পুত্রের এই আবেদন মঞ্জুর করিলেন না। *আফজুল্‌ ৰ্থ এই গোলযোগ মিটাইবার চেষ্টা করিলেন বটে, কিন্তু অকৃতকার্য হইলেন। নুরজান্‌ ৰ্তাহাকে কথা বলিবার অবকাশ# a soft fost; fito " (Iqbalnama, Text, pp. 195-6.) সম্রাট নূরজানের এতই বশীভূত হইয় পড়িছিলেন–জাগর পরামর্শ এমনই যুক্তিযুক্ত মনে করিয়াছিলেন যে, প্রিয়মহিষীর কথায় তিনি পুরে উপর আরও একটু অবিচার করিলেন। হিসাব, o