পাতা:দিল্লীশ্বরী.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& ○○ নূরজহান গণের চক্রান্ত, ইহা তিনি শাহজাদাকে ধীরভাবে বুঝাইয়া, তাগর পর বললেন যে, এখন যেরূপ অবস্থা দাড়াষ্টয়াছে, তাছাতে অনুযোগ-অলুশোচনায় কোন ফল হইবে না ; আবার বশ্বতাম্বীকার করিলেও তঁহাকে নিশ্চয়ই ধ্বংসের মুখে অগ্রসর হইতে হইবে। সম্প্রতি তিনি আগ্রা, লাহ্যের প্রভৃতি স্থানের জাগীরগুলি যেরূপে খারাইয়াছেন, কিছু দিন পরে মালব, গুজরাট, দক্ষিণাত প্রভৃতির গ্ৰীংগুলিও সেইরূপে তাঙ্গার হস্তচু্যত ইবে। শেষে সৰ্ব্বপ্রকারে অসহায় হইয় তাহাকে মৃত্যুর মুখে অগ্রসর হইতে হইবে। শাহ জহা দেওয়ানের যুক্তির সারবত্ত উপলব্ধি করিলেন, এবং নিতান্ত অনিচ্ছাসত্ত্বেও তাহীকে আত্মপ্রতিষ্ঠার জন্ত আসি গ্রহণ কাংতে শুইল । অবিলম্বে তিনি নৰ্ম্মদ অতিক্রম করিয়া ( ১৬২৩ } আমীর-দুর্গ অধিকার করিলেন, এবং তাছার পর বুনিপুরে গমন করিলেন । বিদ্রোহী পুত্রকে বাধা দিবার জন্ত সম্রাট তুর্কী-সেনাপতি মহাবং ধী ও পুত্র পরবেজকে পাঠাইলেন। সম্রাট-প্রেরিত সেনাসামন্তের সহিত আঁটিয়া উঠিতে না পারিয়া শাহ জানকে গোলকুণ্ডায় প্রস্থান করিতে হয় ; তাহার পর তিনি উড়িষ্ক হইয়া বাংলায় আসেন। ক্রমে পাটনার দিকে অগ্রসর হইয়া রোটাস্ দুর্গ অধিকার করেন ; কিন্তু ইহাও তিনি রক্ষা করিতে পারিলেন না—এলাহাবাদের নিকট পরাজিত হইয়া পরিবারবর্গ ও শিশুপুত্র মুরাদকে রোটাসে রাখিয়া, প্রিয়তমা পত্নী মুমতাজমহলকে সঙ্গে লইয়া তাকে দক্ষিণাত্যে প্রত্যাবর্তন করিতে হুইল (১৬২৪-২৫ ) ।