পাতা:দিল্লীশ্বরী.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| দিল্লীশ্বরী ૭8 পঞ্জাবের উত্তরে রাজা বস্তুর পুত্র জগৎসিংহও এই সময় ‘বেদৌলতের প্ররোচনায় মৌ-এর দুর্গ স্বধৃঢ় করিয়া সম্রাটু-প্রেরিত সৈন্তগণের সহিত যুদ্ধ করেন। কিন্তু তিনিও শেষরক্ষা করিতে পারেন নাই। অল্প দিন পরেই রসদের অভাবে নিরুপায় হইয়াৰ্তাগকে নূরজঙ্গনের নিকট নিজ দুস্কৃতির জন্ত ক্ষমা ভিক্ষ করিতে হয়। নূরজা ইহাতে প্রসন্ন হইলে, সম্রাটু জহাঙ্গীর জগৎসিংহকে ক্ষমা করিয়া বেগমের মনোরঞ্জন করেন ( Tuzuł, ii. 289.) নানা স্থানে পরাজিত হইয়া শাহ জহান্‌ পিতার নিকট সন্ধির প্রস্তাব করিয়া পাঠাইলেন। সম্রাটু স্বংস্তে পত্র লিখিয়৷ শাহ জগন্‌কে জানাইলেন, যদি তিনি তঁছার দুই পুত্ৰ—দার ও আওরংজীবকে প্রতিভূস্বরূপ দরবারে পাঠাইতে পারেন, এবং তাহার লোকজনকে রোটাস ও আলীর দুর্গ ত্যাগ করিতে আদেশ দেন, তবেই তাহার প্রস্তাব গ্রাহ হইবে। বলা বাহুল্য, শা খহা পিতার আদেশমত কাৰ্য্য করেন। দারা ও আওরংজীব পিতার প্রভিভূস্বরূপ ১৬২৬ খ্ৰীষ্টাব্দে লাহোর পৌঁছিয়া নুবুজস্থানের তত্ত্বাবধানে রক্ষিত হন।