পাতা:দিল্লীশ্বরী.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিল্লীশ্বরী ૭૭ বী রাজপ্রতিনিধি। ক্ষমতা তাহার অসাধারণ । অন্ত দিকে মহাবৎও সেনাপতি, এবং বীরের মত বীর । সুতরাং দুই প্রবল শক্তির বিরোধ অনিবাৰ্য্য। আসফ, র্তাহাকে দাবাইয়া পঙ্গু করিয়া রাখিতে পারিলে ছাড়েন না। মহাবৎ বুঝতে পারিয়াছিলেন যে, সম্রাটের এই আদেশের মূলে আসফ খাঁর ইঙ্গিত আছে। সম্রাটুও তাহার উপর প্রসন্ন নন ; এই কারণে মহাবৎ ভাবী বিপদের আশঙ্কায় চারি পাচ হাজার রাজপুত-সৈন্ত সঙ্গে লইয়া রাজদরবারের উদ্দেশে চলিলেন । বাদশাহ জহাঙ্গীর তখন লাহোর হইতে কাবুলের পথে—ঝিলমূ নদীর পূৰ্ব্বতীরে পটাবাসে । * মহাবতের সহিত এত লোকলঙ্কর দেখিয়া আসফ খার মনে সন্দেহ হইল। এ সময় একটা সজঘর্ষ উপস্থিত হইলে বিশেষ বিপদের সম্ভাবনা । তাই তিনি পূৰ্ব্বেই সেতু পার হইয়া, নিজের শিবিরে প্রস্থান করিলেন। অনেক সৈন্তসামন্তও সরঞ্জাম ( কারখানা ) আদি লইয়া নদী পার হইয়! শল । জহাঙ্গীর নদীর পূৰ্ব্বতীরে প্রায় একেল রছিলেন। এটুি ও নূরজহান্‌ ষে আসন্ন বিপদের মুখে, এমন অরক্ষিত অবস্থায় যে ষ্ঠাহীদের পরিত্যাগ করিয়া যাওয়া অসঙ্গত, তাহ তিনি ভাবিয়াও দেখিলেন না । পর দিন প্রাতঃকালে ঠিক এই সুযোগে মহাবৎ হঠাৎ সসৈন্তা یاسم میس-سسسه

  • খুব সম্ভব নেীরঙ্গাবাদ নামক স্থানে। ইহার নিকটে পরে সরাইস্বালমৃগীর নিৰ্ম্মিত হয়। লাহোর হইতে কাবুলে যাইবার বাদশাহী-পথ এখানে ঝিঙ্গ নদী অতিক্রম করিয়া চলিয়া গিয়াছে।