পাতা:দিল্লীশ্বরী.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিল্লীশ্বৰী ৭২ কি, নুরুজহান্‌ যে লোকটি ভাল নহে, তাহার কুপরামর্শেষ্ট যে মহাবতের সহিত র্তাহার একটা সঙ্ঘর্ষের কারণ চুইয়াছিল, ইত্যাদি অনেক কথা বলিয় তাহার মন ভিজাইতেছেন। মহাবত্তের মন ও গলিয়া গিয়াছে ; ভাবিতেছেন, সম্রাট, তাঙ্গর একান্ত আপনার হইয়াছেন, না-হুইলে কি আর বেগমের নিন্দা ঝরিতে পারেন ? আনন্দে আত্মহারা ইয়া মহাবং সম্রাটের সম্বন্ধে অপু এতটুকু সতর্ক রঙ্গিলেন না। তাহার উপর নজর রাথিবীর জন্ত ধে-সব প্রহরী নিযুক্ত ছিল, তাহাদিগকে সরাইয়া দেওয়া হইল । পথ অনেকট খোলসা হইলে, নৃত্বজ্ঞখা গোপনে ও প্রকাতে কার্য্য করিতে লাগিলেন, আর স্বয়ং অর্থসাহায্যে অনেক সৈন্ত সংগ্রছ কারলেন । ঝড় উঠবার পূৰ্ব্বলক্ষণ! মহাবং খ গল্প কিছুই বুঝিতে পারিলেন না ; আর পরিলেও, এই আসন্ন স্ত্যমঁর প্রতিবিধানের ক্ষমত। তাছার ছিল না ; কারণ, কাবুল শহরে এ ট দাঙ্গায় সাড়ে ছয়-শ রাজপুত হত হওয়ায় তাহার ধান সহায় রাজপুত-সৈন্তগণের সংখ্যা এত কমিয়া গিয়াঞ্ছিল যে, সেই অল্প লোকের সাহায্যে তাহার কিছুই করিবার উপায় ছিল না। এদিকে বেগমের অদ্ভুচর, খোজা হুশিয়ার র্থ দুই হাজার ঘোড়সওয়ার লইয়া আসিতেছিল। সে লাহুেরে থাকিতেই বেগমের পত্র পায় । জহাঙ্গীর তখন কাবুল হইতে ফিরিতেছেন। তিনি যখন রোটাস্ দুর্গ হইতে এক দিনের পথ উত্তরে, তখন এই নূতন বাহিনী তাহার নিকটবৰ্ত্তী হইল। তথন সম্রাট নিজ সৈন্তগণকে মহলার ছলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হইবার আদেশ দিলেন । সৈন্তগণ যখন