পাতা:দিল্লীশ্বরী.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিল্লীশ্বরী ማ8 উপস্থিত হওয়া দুরূহ। শাহ জহান্‌ স্থির করিলেন, সিন্ধুপ্রদেশে গিয়া, লোকজন-সংগ্রহের চেষ্টা করিবেন। কিন্তু সেখানে শহরিয়ারের প্রতিনিধি শরীফ-উল-মুগ্ধ তাহাকে বাধা দেন। এই সময়ে শাহ জহান্‌ নূরুজহানের নিকট হইতে এই মৰ্ম্মে একথান পত্র পান যে, শাহ জহানের আগমন-বাৰ্ত্তায় মহাবৎ ভাত—তাহার সৈন্ত-সামন্ত ছত্রভঙ্গ, অতএব কুমার এখন দক্ষিণাত্যে ফিরিতে পারেন। বেগমের কথামত শাহ জহান্‌ গুজরাটের পথে দক্ষিণাত্যে ফিরিবার সঙ্কল্প করিলেন ।