পাতা:দিল্লীশ্বরী.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নরঞ্জইন ११ * - - - শাহ জহা আসফের নিকট হইতে সকল সংবাদই পাইতেছিলেন। তিনি সত্বর আসি শূন্ত সিংহাসন জুড়িয়া বসিগেন। নূরজহানের বহু দিনের আশা-ভরসা নিশার স্বপনে পরিণত হইল। স্বামী পরলোকগত, শস্থ রিয়ার পরাজিত, বাদশাহী-তক্ত শাহ জহান্‌ কর্তৃক অধিকৃত,—মূৰ্বজহান্‌ ভবিষ্কৃতের পানে চাহিয়া দীর্ঘনিশ্বাস ফেলিলেন। জহাঙ্গীরের ঔরসে নূরজহানের কোন সন্তান-সন্ততি হয় নাই । শাহ জহা সিংহাসনে বসিয়া মূরজস্থানের জন্ত বাধিক দুই লক্ষ টাকা বৃত্তি নিৰ্দ্ধারণ করেন। এই বৃত্তি লইয়াই তাহাকে আমরণ সস্তুষ্ট থাকিতে হইয়াছিল। তিনি পূর্বক্ষমতা ও প্রতিপত্তিলাভের জন্ত iর কোনরূপ চেষ্টা করেন নাই । খাফি খাঁ বলেন,—‘জহাদরের মৃত্যুর পর নূরজহান হিন্দুবিধবার স্থায় সাদ ফাপড় পরিতল ; স্বেচ্ছায় কোন উৎসব-আনন্দে (শাদি ) যোগ দিতেন না ; কেবল স্বামীর স্মৃতি হৃদয়ে ধরিয়া, মনের দুঃখে নির্জনে দিনাভিপাত করিভেল । আনুমানিক ৭০ বৎসর বয়সে লাহোরে দিল্লীশ্বরীর শেষ অনাড়ম্বর জীবনের অবসান হয় (৮ ডিসেম্বর, ১৬৪৫ স্বামীর সমাধি-মন্দির হইতে কিছু দূরে শাহু দ্বারায় তিনি যে বাহুল্যবর্জিত সাধারণ রকমের একটি সমাধি-মন্দির নিৰ্ম্মাণ করাইপাছিলেন, মৃত্যুর পর সেইখানেই সমাহিত হন।* সমাধি-ফলকে এই কবিতাটি লিখিত" আছে,— S BBSBBB BBB BDD BBBS BBBBS BB BB BB BB BB , ti: ( Abdul Hamid's Padishah-nama, Pers. Test, ii. 475.)