পাতা:দিল্লীশ্বরী.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

) श्रूवजशन्’ বৰ অনাথ বালিকাকে সাহায্য করিতেন, এমন কি? निछददृग्न অন্তত: পাঁচ শত বালিকার বিবাহ দিয়াছিলেন । najণপণে নুরুজছানের অসীম কীত্ব। লোকে কার্য্যোদ্ধারের জন্য অনেক সময় তাহারই শরণাপন্ন হইত। ১৬১৫ খ্ৰীষ্টাবে ইংলণ্ডের রাজদূত সাম্ টম্স রো বাণিজ্যের সুবিধার্থ সম্রাটের সহিত সাক্ষাৎ করিতে আসেন। জহাঙ্গীর তখন আজমীরে । রঙ্গগনের রাজশাসন-ক্ষমতার উপর তাহার অগাধ বিশ্বাস--- এমন fঞ্চ, বিশেষ বিশেষ রাজকাৰ্য্যে বেগমের পরামর্শ না হইলে চলিত না । রো এ-সংবাদ জানিতেন । ব্রিটিশ-বাণিজ্যের সুবিধার জন্ত তাই তিনি বেগমকে একখানি সুন্দর বিলাতী গাড়ী ও অন্তান্ত দ্রব্য উপঢৌকন দিয়া খুশী করিয়াছিলেন। রে যেসমস্ত দ্রব্য ব্যবসার জন্ত আনিতেন, নূরজহান্‌ তাহার নিরাপত্তার ভার লইয়াছিলেন ।* মূৰ্বজঙ্গনের অনেক নিজস্ব জমিদারী ছিল। ইহার অধিকাংশের এলাকা, আজমীরের প্রায় ২০ মাইল দক্ষিণ-পূৰ্ব্বে, রামসর ও তাঁগর নিকটবৰ্ত্তী স্থানে। দুই লক্ষ টাকা আযের বোদী (টেড ? ) পরগণাও তাহার জমিদারীর অন্তভূক্ত ছিল ( Tuzuk, i. 38o). এই বিদুষী ললনা নিজেও যেমন সুন্দরী ছিলেন, তাহার সৌন্দর্য্যবোধ, উদ্ভাবনীশক্তি এবং ললিত শিল্পকলাজ্ঞানও তেমনই

  • Embassy of Sir Thomas Roe, ed. by William Foster, ii 486. _