পাতা:দিল্লীশ্বরী.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

彎 brፃ মূজিহান পাছতে লাগিল; তিনি ভৰিয়তের দিকে আশ-প্রদীপ্ত নয়নে সহিয়া রছিলেন। মিছর তখন বৰ্দ্ধমানেই জীবনের স্বখদুঃখ, আশা-আকাক্ষর পরিসমাপ্তির জন্য প্রস্তুত হইয়াছেন। একদিন যে আশার কুকে তিনি মুগ্ধ হইয়াছিলেন-যুবরাজ, যুবরাজের রাজ্য ঐশ্বর্য, সব ভুলিয়া তিনি বীর স্বামী শের আফ কনের প্রেমে আত্মোৎসর্গ করিয়াছেন । - তাহার পর ধাহা হইল, তাহার পুনরুল্লেখ নিম্প্রয়োজন। শের অফ কনের শোচনীয় হত্যার পর মিহর দিল্লীতে উপস্থিত হইলে, বাদশাহ জহাঙ্গীর তঁহাকে বিবাহ করিতে চাহিলেন। কিন্তু তিনি সম্রাটের নিকট স্বামি-হত্যার বিচার প্রার্থনা করিলেন। সম্রাটু তাহাঞ্চে বিমাতার মহলে পাঠাইয়া দিলেন। মিছ য়ু সেখানে অনেক দিন উপেক্ষিত অবস্থায় কালযাপন করেন। তাহার পর, একদিন নৌরোজার রূপের হাটে তাহার সহিত দেখা । মুগ্ধ আত্মস্থার সম্রাটু আবার তাহার নিকট বিবাহের প্রস্তাব করিলেন । এবার আর মিহর সম্রাটের প্রস্তাব প্রত্যাখ্যান করিতে পারিলেন না । মিহর এখন রাজ্যেশ্বরী—জহাঙ্গীর বাদশাহ র হৃদয়-রাজ্যের এবং মোগল-সাম্রাজ্যের অধীশ্বরী । অতি হীন অবস্থা হইতে ক্ষমত ও ঐশ্বর্ঘ্যের অভু্যচ্চ শিখরে অধিষ্ঠিত হইবার দৃষ্টান্ত ইতুিলে বিরু নহে । কিন্তু মরু-বাক্ষর নৈরাশ্বময় দৈন্ত হইতে ভারত-সাম্রাজ্যের কর্তৃত্ব লাভের সৌভাগ্য—এ যে স্বপ্নেরও অগোচর। মিহর মরুভূমিবু সন্তান-মরুর মতই চিরপিপাসাতুর ; তাহার