পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brö দীনবন্ধু-গ্রন্থাবলী তোমরা যদি নীলের দামের টাকা ভক্ষণ না কর তবে কি ডেড্‌লি কমিসন হইত ? তা হইলে কি দুঃখী প্রজার র্কাদিতে২ পাদরি সাহেবের কাছে যাইত ? তোমরা শালার সব নষ্ট করিয়াছ, মাল কম পড়িলে তোমার বাড়ী বেচিয়া লইব— অ্যার্যান্ট কাউয়ার্ড হেলিশ নেভ । গোপী । আমর, হুজুর, কসায়ের কুকুর—নাড়ীভুড়িতেই উদর পূর্ণ করি। ধৰ্ম্মাবতার, আপনার, যদি মহাজনের। যেমন খাতকের কাছে ধান আদায় করে, সেইরূপে নীল গ্রহণ করিতেন, তাহা হইলে নীলকুটির এত দুর্নাম হইত না, আমিন খালাসীরও প্রয়োজন থাকিত না, আর আমাকে “গুপে গুওটা গুপে গুওটা” বলিয়া সকল লোকে গাল দিত না । উড। তুমি গুওটা ব্লাইও, তোমার চক্ষু নাই— একজন উমেদারের প্রবেশ আমি এই চক্ষে দেখিয়াছি ( আপন চক্ষে অঙ্গুলি দিয়া ) মহাজনের ধানের ক্ষেত্রে যায় এবং রাইয়তদিগের সঙ্গে বিবাদ করে । তুমি এই ব্যক্তিকে জিজ্ঞাসা কর। উমে। ধৰ্ম্মাবতার, আমি এ বিষয়ের অনেক দৃষ্টান্ত দিতে পারি। রাইয়তের বলে নীলকর সাহেবদের দৌলতে মহাজনের হাত হইতে রক্ষা পাইতেছি । গোপী । ( উমেদারের প্রতি জনাস্তিকে ) ওহে বাপু, বৃথা খোসামোদ । কৰ্ম্ম কিছু খালি নেই (উডের প্রতি ) মহাজনেরা ধানের ক্ষেত্রে গমন করে এবং নিজ খাতকের সহিত বাদামুবাদ করে এ কথা যথার্থ বটে, কিন্তু এরূপ গমনের এবং বিবাদের নিগুঢ় মৰ্ম্ম অবগত হইলে শু্যামচাদ শক্তিশেলে অনাহারী প্রজারূপ-সুমিত্ৰানন্দন-নিচয়ের নিপতন, খাতকের শুভাভিলাষী