পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দৰ্পণ ぬ○ সেবা কর । সাধু, কত্রী ঠাকুরাণীর জ্ঞান সঞ্চার হওয়া পর্যন্ত তুমি এখানে থাক । প্রস্থান সাধু। মাঠাকুরুণের নাকে হাত দিয়া দেখ দেখি, মৃত শরীর অপেক্ষাও শরীর স্থির দেখিতেছি । সর । ( নাসিকায় হস্ত দিয়া রেবতীর প্রতি মৃত্যুস্বরে ) নিশ্বাস বেশ বহিতেছে কিন্তু মাথা দিয়ে এমন আগুন বাঠির হতেচে যে আমার গলা পুড়ে যাচ্যে। সাধু। গোমস্ত মহাশয় কবিরাজ আনতে গিয়ে সাহেবদের হাতে পড়লেন নাকি ? আমি কবিরাজের বাসায় যাই । প্রস্থান সৈরি । আহ ! আহা ! প্রাণনাথ ! যে জননীর অনাহারে এত খেদ করিতেছিলে, যে জননীর ক্ষীণতা দেখিয়া রাত্রিদিন পদসেবায় নিযুক্ত ছিলে, যে জননী কয়েক দিবস তোমাকে ক্রোড়ে না করিয়া নিদ্রা যাইতে পারিতেন না সেই জননী তোমার নিকটে মূৰ্ছিত হইয় পতিত আছেন, একবার দেখিলে না ( সাবিত্রীকে অবলোকন করিয়া ) আহা ! হা! বৎসহার হাম্মারবে ভ্রমণকারিণী গাভী সপাঘাতে পঞ্চস্বপ্রাপ্ত হইয়া প্রাস্তরে যেরূপ পতিত হইয়া থাকে, জীবনধার-পুত্ৰশোকে জননী সেইরূপ ধরাশায়িনী হইয়া আছেন—প্রাণনাথ! একবার নয়ন মেল্যে দেখ, একবার দাসীরে অমৃতবচনে দাসী বল্যে ডেকে কৰ্ণ কুহর পরিতৃপ্ত কর—মধ্যাহ্নসময় আমার সুখ-সূৰ্য্য অস্তগত হইল—আমার বিপিনের উপায় কি হইবে ( রোদন করিতে২ নবীনমাধবের বক্ষের উপর পতন ) সর । ও গো তোমরা দিদিকে কোলে কর্যে ধর ।