পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సె 8 দীনবন্ধু-গ্রন্থাবলী সৈরি । ( গাত্রোথান করিয়া ) আমি অতি শিশুকালে পিতৃহীন হয়েছিলাম, আহ ! এই কাল নীলের জন্তেই পিতাকে কুটিতে ধর্যে নিয়ে যায়, পিতা আর ফিরিলেন না। নীলকুটি তার যমালয় হইল। কাঙ্গালিনী জননী আমার আমায় নিয়ে মামার বাড়ী যান, পতিশোকে সেইখানে তার মৃত্যু হয়, মামার! আমাকে মানুষ করেন, আমি মালিনীর হস্ত হইতে হঠাৎ পতিত পুষ্পের ন্যায় পথে পতিত হইয়াছিলাম, প্রাণনাথ আমাকে আদর কর্যে তুলে লয়ে গৌরব বাড়াইয়াছিলেন, আমি জনক জননীর শোক ভুলে গিয়েছিলাম, প্রাণকাস্তের জীবনে পিতামাতা আমার পুনজীবিত হইয়াছিলেন, ( দীর্ঘনিশ্বাস ) আমার সকল শোক নূতন হইতেছে, আহা ! সৰ্ব্বাচ্ছাদক স্বামিহীন হইলে আমি আবার পিতামাতাবিহীন পথের কাঙ্গালিনী হইব । ভূতলে পতন খুড়ী। (হস্তধারণপূর্বক উত্তোলন করিয়া ) ভয় কি ? উতল হও কেন, মা ! বিন্দুমাধবকে ডাক্তর আনতে লিখে দিয়াছে, ডাক্তর আইলেই ভাল হবেন । সৈরি। সেজে ঠাকুরুণ, আমি বালিকাকালে সেজোতির ত্ৰত করিয়াছিলাম, আলপানায় হস্ত রাখিয়া বলেছিলাম, যেন রামের মত পতি পাই, কৌশল্যার মত শাশুড়ী পাই, দশরথের মত শ্বশুর পাই, লক্ষ্মণের মত দেবর পাই, সেজো ঠাকুরুণ ! বিধাতা আমাকে সকলি আশার অধিক দিয়াছিলেন, আমার তেজ:পুঞ্জ প্রজাপালক রঘুনাথ স্বামী অবিরল অমৃত-মুখী বধুপ্রাণ কৌশল্য শাশুড়ী ; স্নেহপূর্ণ-লোচন প্রফুল্লবদন বধুমাতা বধুমাত৷ বলেই চরিতার্থ, দশ দিক আলোকরা শ্বশুর ; শারদকৌমুদীবিনিন্দিত বিমল বিন্দুমাধব আমার সীতাদেীর লক্ষ্মণ দেবর