পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্ৰস্থাবলী "למ: সর । মা গো, আমি তোমার মুখে এ কথা শুনে আর পৃথিবীতে থাকিতে পারি নে (সাবিত্রীর পদদ্বয় ধারণপূর্বক ভূমিতে শয়ন) মা আমি তোমার পাদপদ্মে প্রাণ ত্যাগ করিব। (अिक्वन्लन) সাবি। খুব হয়েচে, গন্তানি বিটি মরে গিয়েচে, কত্তা আমার স্বর্গে গিয়েচেন তুই আবাণী নরকে যাবি (হাস্য করিতে২ করতালি ) সৈরি । ( গাত্রোথান করিয়া ) আহা ! আহা ! সরলতা আমার অতি সুশীল, আমার শাশুড়ীর সাত অাদরের বউ, জননীর মুখে কুবচন শুনে অতিশয় কাতর হয়েছে। (সাবিত্রীর প্রতি ) মা তুমি আমার কাছে এস । সাবি। দাইবউ ছেলে একা রেখে এলে বাছা, আমি যাই (দৌড়ে নবীনের নিকট উপবেশন ) । রেবতী । ( সাবিত্রীর প্রতি ) হ্যাগ ম, তুমি যে বল্যে থাক ছোটবউর মত বউ গায় নেই, ছোটবউরি না খেবয়ে তুমি যে খাও না, তুমি সেই ছোটবউরি খানকি বল্যে গাল দিলে । হ্যাগা মা তুমি মোর কথা শোনচো না—মোরা যে তোমাগার খায়ে মানুষ, কত যে খাতি দিয়েচে । সাবি। আমার ছেলের আটকৌড়ের দিন আসিস তোরে জলপান দেব । খুড়ি। বড়দিদি, নবীন তোমার বেঁচে উটুবে, তুমি পাগল হইও না । সাবি। তুমি জানলে কেমন করে ? ও নাম তো আর কেউ জানে না, আমার শ্বশুর বলেছিলেন, বউমার ছেলে হোলে “নবীনমাধব” নাম রাখবো, আমি খোকা পেয়েচি ঐ