পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У е е দীনবন্ধু-গ্রন্থাবলী করিয়া ) দাইবউ, ছেলে দেখিস মা, আমি জল খেয়ে আসি, তোরে একখান চেলির শাড়ী দেব। প্রস্থান কবি । আহা । জ্ঞানপ্রদীপ আর প্রজ্বলিত হইবে না, আমি হিমসাগর তৈল প্রেরণ করিব, তাহাই সেবন করা এক্ষণকার বিধি । (নবীনের হস্ত ধরিয়া ) ক্ষীণতাধিক্যমাত্র, অপর কোন বৈলক্ষণ্য দেখিতেছি না। ডাক্তর ভায়ারা অন্য বিষয়ে গোবৈদ্য বটেন, কিন্তু কাটাকুটির বিষয়ে ভাল ; ব্যয় বাহুল্য, কিন্তু একজন ডাক্তার আন কৰ্ত্তব্য – সাধু। ছোটবাবুকে ডাক্তার সহিত আসিতে লেখা হইয়াছে। কবি । ভালই হইয়াছে – চার জন জ্ঞাতির প্রবেশ প্রথম। এমন ঘটনা হইবে তাহা আমরা স্বপ্নেও জানি না । তুই প্রহরের সময়, কেহ আহার করিতেছে, কেহ স্নান করিতেছে, কেহ বা অtহার করিয়া শয়ন করিতেছে । আমি এখন শুনিতে পাইলাম । দ্বিতীয় । আহা ! মস্তকের আঘাতটি সাংঘাতিক বোধ হইতেছে ; কি দৈব ! অদ্য বিৰাদ হইবার কোন সম্ভাবন। ছিল না, নচেৎ রাইয়তের সকলেই উপস্থিত থাকিত । সাধু। তুই শত । রাইয়তে লাঠি হস্তে করিয়া মার২ করিতেছে, এবং “হ বড়বাবু। হা বড়ৰাবু” বলিয়া রোদন করিতেছে। আমি তাহারদিগের স্ব২ গৃহে যাইতে কহিলাম, যেহেতু একটু পস্থা পাইলেই, সাহেৰ নাকের জ্বালায় গ্রাম জালাইয়া দিবে।