পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Նլ օ দীনবন্ধু-গ্রন্থাবলী প্রায়ই সেগুলি কাব্যাংশে নিকৃষ্ট, তাহার কারণ, কাব্যের মূখ্য উদ্দেশু সৌন্দৰ্য্য-স্বষ্টি ! তাহ ছাড়িয়া, সমাজ সংস্করণকে মুখ্য উদ্দেশ্য করিলে কাজেই কবিত্ব নিষ্ফল হয় । কিন্তু নীল-দপণের মুখ্য উদ্দেশু এবম্বিধ হইলেও কাব্যাংশে তাহ উৎকৃষ্ট । তাহার কারণ এই যে, গ্রন্থকারের মোহময়ী সহানুভূতি সকলই মাধুৰ্য্যময় করিয়া তুলিয়াছে। ‘নীল-দৰ্পণ’ নাটক কোনও সত্য ঘটনাকে ভিত্তি করিয়া রচিত কি না, এ প্রশ্ন স্বতঃই আমাদের মনে উঠিতে পারে। এ বিষয়ে কোনও ঐতিহাসিক প্রমাণ নাই। তবে দীনবন্ধুর মৃত্যুর পর “ভারত-সংস্কারক’ পত্রিকার ৭ নবেম্বর ( ১৮৭৩ ) সংখ্যায় সম্পাদকীয় স্তস্তে যাহা লিখিত হয়, তাহাতে এই নাটকের বাস্তব-ভিত্তির কিছু উল্লেখ আছে । তাহ। এইরূপ— ...করুণ রস সম্বন্ধেও তিনি উত্তমরূপ কৃতকাৰ্য্য হইয়াছেন । তাহার নাটকগুলি পাঠ করিবার সময় আমাদিগকে অনেক বার অশ্রপাত করিতে হইয়াছে । এ বিষয়ে তাহার কি প্রকার ক্ষমতা ছিল, নীল-দপণে তাহার পরিচয় পাওয়া যায়। নীলকর-পীড়িত নিরাশ্রয় প্রজাদের জন্য তিনি যাহা করিয়াছেন, তজ্জন্য বঙ্গভূমি র্তাহার নিকট চিরদিন কৃতজ্ঞ থাকিবে । নদিয়া ও যশোহর জিলার অনেক স্থান ভ্ৰমণ করাতে নীলোপন্দ্রব সম্বন্ধে কতকগুলি বাস্তব ঘটনা জানিতে পারেন ও তাহাতে র্তাহার হৃদয় ব্যথিত হওয়াতেই তিনি নীল-দৰ্পণ রচনা আরম্ভ করেন। নদিয়ার অন্তর্গত গুয়াতেলির মিত্র পরিবারের দুর্দশ নীল-দর্পণের উপাখ্যানটির ভিত্তিভূমি।. দীনবন্ধুর ‘নীল-দর্পণের প্রকাশ অত্যন্ত সময়োপযোগী হইয়াছিল । বাংলা দেশে দরিদ্র কৃষক-সম্প্রদায় নীলকরদের নিদারুণ অত্যাচারে প্রপীড়িত হইয়া যে আৰ্ত্তনাদ তুলিয়াছিল, তাহাতে শিক্ষিত সমাজ পৰ্য্যস্ত যেন স্তম্ভিত হইয়াছিলেন । 'নীল-দপণেই তাহারা যেন সৰ্ব্বপ্রথম প্রতিবাদের ভাষা